GK প্রশ্ন : বাঙালিরা প্রথম চলন্ত ট্রেন দেখে কী বলেছিল জানেন?

চলন্ত ট্রেন দেখে বাঙালিরা প্রথম কী বলেছিল?

General Knowledge Quiz : এই রাজ্যে ১৮৫৪ সালে হুগলি ও হাওড়ার মধ্যে প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল। শোনা যায়, একটা স্টিম ইঞ্জিনকে ধোঁয়া ছাড়তে ছাড়তে মাঠঘাট পেরিয়ে ছুটতে দেখে অবাক হয়ে যান সকলেই। সে সময় এই ট্রেনকে দেখে বাঙালিরা কী বলেছিল জানেন? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়?
উত্তরঃ দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। অতীতে এই নদীর ভয়াবহ বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হত। এমনকি মানুষের পাশাপাশি অনেক পশু প্রাণীও মারা যেত।

২) প্রশ্নঃ মানব শরীরের সৈনিক কাকে বলা হয়?
উত্তরঃ শ্বেত রক্তকণিকাকে মানব শরীরের সৈনিক বলা হয়।

৩) প্রশ্নঃ কোন নদীটি চীন, নেপাল এবং ভারতের মধ্য দিয়ে বয়ে গেছে?
উত্তরঃ কোশী নদী।

Image

৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজ্য পশুর ইংরেজি নাম কী?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল, যার ইংরেজি নাম ফিশিং ক্যাট (Fishing Cat)।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম রঙিন সিনেমার নাম কী?
উত্তরঃ কিষাণ কন্যা (১৯৩৭ সাল) ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সিঙ্গেল থাকার জন্য শাস্তি দেওয়া হয়?
উত্তরঃ ডেনমার্ক দেশে আপনার বয়স ২৫ বছর হওয়ার পরেও যদি সিঙ্গেল হয়ে জন্মদিন পালন করেন, তাহলে আপনাকে দারুচিনি ছুড়ে মারা হয়। যদিও এসব বন্ধু-বান্ধবেরাই করে থাকে।

Image

৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সাদা হাতি দেখতে পাওয়া যায়?
উত্তরঃ শুধুমাত্র থাইল্যান্ডে সাদা হাতি দেখতে পাওয়া যায়।

৮) প্রশ্নঃ ভারতের টেবিল টেনিসের শহর কাকে বলা হয়?
উত্তরঃ শিলিগুড়িকে টেবিল টেনিসে শহর বলা হয়।

৯) প্রশ্নঃ ভারতের কোন কোন রাজ্যে সোনার খনি আছে?
উত্তরঃ ঝাড়খণ্ড ও কর্ণাটকে সোনার খনি আছে।

Image

১০) প্রশ্নঃ বাঙালিরা প্রথম চলন্ত ট্রেন দেখে কী বলেছিল?
উত্তরঃ বাঙালিরা চলন্ত ট্রেনকে দেখে ‘আগুনের রথ’ নামে ডাকতে শুরু করেন। এছাড়াও কিছু অর্ধশিক্ষিত মানুষ বলেছিল যে, এই ট্রেন যদি ৬ দিনের রাস্তাকে ৬ ঘন্টায় পৌঁছে দিতে পারে, অনুরূপভাবে মানুষের আয়ুও দ্রুত কমে যাবে।