GK প্রশ্ন : জানেন হাওড়া স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্মটি নেই কেন?

যে কারণে হাওড়া স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্মটি নেই?

General Knowledge Quiz : হাওড়া রেল স্টেশন ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হওয়ার পাশাপাশি এখানে সর্বাধিক সংখ্যক ২৩টি রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ১৬ নম্বর প্ল্যাটফর্মটি নেই! কিন্তু কেন জানেন? এই প্রশ্নের উত্তর না জানা থাকলে, এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ হাওড়া ব্রিজের চাবি কার কাছে আছে?
উত্তরঃ কথিত আছে, হাওড়া ব্রিজের একটা চাবি ছিল যা ব্রিটিশ কোম্পানি ভারতকে দেয়নি। এই চাবি দিয়ে বড় বড় জাহাজের জন্য দুটি অংশে সেতু খুলত, কিন্তু এর কোন প্রমাণ নেই।

২) প্রশ্নঃ সবুজ ছাতা কিসের প্রতীক?
উত্তরঃ স্বাস্থ্য পরিচর্যা সেবার প্রতীক।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হাজারদুয়ারি মুর্শিদাবাদে অবস্থিত।

৪) প্রশ্নঃ কোন যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়?
উত্তরঃ গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়।

৫) প্রশ্নঃ কোন ফুটবলারের নামে একটা গ্যালাক্সির নাম আছে?
উত্তরঃ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নামে রয়েছে কসমস রেড শিফট ৭ গ্যালাক্সি (Cosmos Redshift 7)।

৬) প্রশ্নঃ কোন নদীতে জোয়ার ভাটা হয় না?
উত্তরঃ গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না।

৭) প্রশ্নঃ যারা হোমিওপ্যাথি চিকিৎসা করে তাদের কী বলে?
উত্তরঃ হোমিওপ্যাথ।

৮) প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট হাড়ের নাম কি?
উত্তরঃ মানবদেহের সবচেয়ে বড় হার ফিমার এবং ছোট হাড় স্টেপিস।

৯) প্রশ্নঃ কোন দুটি ধাতুকে মিশিয়ে পিতল তৈরি করা হয়?
উত্তরঃ দস্তা ও তামা ধাতু দুটিকে মিশিয়ে পিতল তৈরি করা হয়।

১০) প্রশ্নঃ জানেন হাওড়া স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্মটি নেই কেন?
উত্তরঃ আসলে, হাওড়া স্টেশনে ১৬ নম্বর প্ল্যাটফর্মের জায়গায় পণ্য পরিবহণের জন্য একটি ডেডিকেটেড লাইন রয়েছে। যেটিকে ‘জিরো মাইল’ হিসেবে অভিহিত করা হয়।