এই ছবিতে তিনটি ‘৬’ সংখ্যা লুকিয়ে রয়েছে, ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

বলতে পারবেন ছবিতে কোথায় তিনটি ৬ সংখ্যা রয়েছে?

Optical Illusion: অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি সর্বদা আমাদের চোখের সামনে বিভ্রান্ত তৈরি করে। তাই অনেকেই অবসর সময় কাটানোর জন্য এজাতীয় চ্যালেঞ্জগুলি গ্রহণ করেন। এতে দৃষ্টিশক্তির পাশাপাশি মস্তিষ্কের কোষগুলি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে তেমনি একটি ধাঁধার ছবি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ধাঁধাগুলি খুব বেশি ভাইরাল হয়। অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি আমাদের দৃষ্টিশক্তি কতটা প্রখর তা উপলব্ধি করায়। এই ছবিতে দেখতে পাচ্ছেন গোলাপি রঙের ব্যাকগ্রাউন্ডের উপর কালো রঙের অসংখ্য এলোমেলো সংখ্যা রয়েছে। আর এরই মধ্যে লুকিয়ে রয়েছে তিনটি ‘৬’। যা আপনাকে খুঁজে বের করতে হবে।

দাবী করা হয়েছে, আপনি যদি ১০ সেকেন্ডের মধ্যে তিনটি ‘৬’ খুঁজে পান, তাহলে জানবেন আপনার মস্তিষ্ক অনেক দ্রুত চলে এবং আপনার দৃষ্টিশক্তিও ভালো। এছাড়া জিনিয়াস বললেও ভুল হবে না। তবে বেশিরভাগ মানুষই এই চ্যালেঞ্জটি নির্ধারিত সময়ের আগে পূরণ করতে ব্যর্থ হয়েছেন। যাইহোক আপনি কী পেরেছেন?

ছবিটিকে প্রথমে মনোযোগ সহকারে দেখুন। একটি ৬ সংখ্যাটি লুকিয়ে রয়েছে প্রথম লাইনে মাঝামাঝি অংশে। এরপর বাকি ৬ সংখ্যা দুটি রয়েছে ৫ ও ৬ নম্বর লাইনের ডান চেপে। তবে এখনো যারা খুঁজে পাননি তাদের সুবিধার্থে লাল বৃত্তের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই যদি আপনি খুঁজে পান, আপনাকে অনেক অভিনন্দন।

Image

মনোবিজ্ঞানীদের মতে, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। ফলে যেকোন সিদ্ধান্তকে সহজে নিতে পারবেন। তবে এগুলির জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না। ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে উত্তর বেরিয়ে আসে। যদিও বেশিরভাগ মানুষ এই ধরনের ধাঁধাগুলির সমাধান করতে গিয়ে বিভ্রান্ত হন।