চোখের ধাঁধা: ‘BEST’ এর মাঝে কোথায় লুকিয়ে আছে ‘PEST’, ১০ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

বলুন তো এই ছবির মধ্যে PEST শব্দটি কোথায় লুকিয়ে রয়েছে

Optical Illusion: প্রতিদিনই নেটমাধ্যমে কোনো না কোনো কিছু ভাইরাল হয়। যা সাধারণ চোখে দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে আপনি ছবির ভিতরে থাকা রহস্য ভেদ করতে পারবেন। তবে, এগুলিকে কি বলা হয় তা জানেন কি? আসলে এই ধরণের ছবি গুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন।

এই অপটিক্যাল ইলিউশন আপনার মস্তিষ্কের ভিতর থাকা জিনিসগুলি উপলব্ধি করার পদ্ধতিকে চ্যালেঞ্জ করে। একজন সাধারণ মস্তিষ্কে একজন মানুষ প্রতিটি কোণ থেকে ভিন্ন ভিন্ন উপলব্ধি পান। এমনকি সেই অনুযায়ী চিত্রকে ভিন্নভাবে দেখেন। সম্প্রতি নেটমাধ্যমে আবারও একটি অপটিক্যাল ইলিউশনের ছবি ভাইরাল হয়েছে।

Image

ছবিটিতে পরপর সারি ও স্তম্ভ ধরে BEST লেখা আছে। কিন্তু এই BEST-এর মাঝেই PEST শব্দটি লেখা রয়েছে। আর সেটাই আপনাকে ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। আপনি যদি এই ধাঁধার সমাধান খুঁজে পান তাহলে আপনি একজন জিনিয়াস। তবে, এক্ষেত্রে কারও সাহায্য না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সমস্যার সমাধান যদি নিজেই করতে পারেন তবে আপনি আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে উন্নত করতে পারবেন। অনেকেই আছেন যারা অবসর সময় কাটাতে বেছে নেয় এই ধরনের মজার কিছু খেলা। চলুন তবে এবার উত্তরটি জেনে নেওয়া যাক.। এই ব্রেন টিজারের যে ছবিটি আছে তার ১০ নং সারির ৩ নং স্তম্ভে চোখ রাখলেই আপনি পার্থক্যটি দেখতে পাবেন।

আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন আরও বেশি স্মার্ট হয়ে উঠবেন এবং এগুলি আপনার সৃজনশীল ক্ষমতাকেও বাড়িয়ে তুলবে। তবে, আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে নির্দ্বিধায় বলা যায় আপনি তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী।