এই সাংকেতিক দুটি চিহ্ন মেলালে তরুণীটির নাম কী হতে পারে, বলতে পারলেই আপনিই জিনিয়াস

ছবিতে থাকা এই তরুণীর নাম কী হবে, নিজেকে জিনিয়াস প্রমাণ করার সুযোগ

Brain Challenge: আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট হয়, এর মধ্যে ধাঁধার ছবিগুলি অন্য মাত্রা পেয়েছে। সাংকেতিক চিহ্ন দেখে কারও নাম বলা যেমন একটি মজার খেলা, তেমনই এটি মস্তিষ্কের জন্যও একটি ভালো ব্যায়াম। এর মাধ্যমে আইকিউ লেভেল পরীক্ষা করার একটি ভালো উপায়ও। মনোবিজ্ঞানীদের মতে, নিয়মিত ধাঁধার সমাধান করলে মস্তিষ্কের সক্রিয়তা বৃদ্ধি পায়।

এই প্রতিবেদনে তেমনই একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে তরুণীর পাশেই রয়েছে দুটি সংকেত। এবার এই দুটি সাংকেতিক চিহ্ন দুটি মিলিয়ে মেয়েটির নাম আন্দাজ করতে হবে। যারা প্রশ্নের উত্তর দিতে চেয়েছেন তাদের মধ্যে অনেকেই ব্যর্থ হয়েছে। অনেকে ভুল উত্তর দিয়েছেন, এমনকি অনেকে উত্তর দিতেও পারেননি। এখানে সফল মানুষের সংখ্যা খুবই কম।

তবে যারা ছবিটি দেখে তরুণীর সঠিক নাম আন্দাজ করে নিতে পেরেছেন তাদের আইকিউ বাকিদের থেকে অনেক বেশি। তাদের নিঃসন্দেহে বুদ্ধিমান কিংবা জিনিয়াস বলা যেতে পারে। কারণ তাদের মস্তিষ্ক বাকিদের তুলনায় বেশি চলে এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বেশি। আপনি কি পারলেন তরুণীর আসল নাম আন্দাজ করতে?

তবে জিনিয়াসদের কাছে এইভাবে ছবি দেখে নাম আন্দাজ করা একেবারেই জলভাত। তবে যারা এখনও বুঝে উঠতে পারেননি উত্তরটা তাদের জন্য রইল বিশ্লেষণসহ উত্তর। এই ছবিতে একটি মৌমাছি এবং একটি জয়ের ট্রফি দেখানো হয়েছে। মৌমাছিকে ইংরেজিতে বলা হয় Bee (বি) এবং এখানে জয়ের ট্রফিকে ‘জেতা’ বলা হয়েছে।

এবার যদি এই দুটি অক্ষর পাশাপাশি জুড়ে দেওয়া হয় তাহলে পাওয়া যাচ্ছে না বি + জেতা = বিজেতা। অর্থাৎ ছবির এই তরুণীর নাম হবে ‘বিজেতা’। প্রতিটি মানুষেরই নিয়মিত এমন ধাঁধার সমাধান করা উচিত। এতে মস্তিষ্ক সংযোগকারী কোশ সক্রিয় হয়। সেই সঙ্গে মানুষের আইকিউ লেভেল ধীরে ধীরে বাড়তে থাকে।