গাণিতিক ধাঁধা : তিনটি কাঠিকে কীভাবে 6 বানাবেন? টুকরো করা যাবে না

এই তিনটি কাঠি দিয়ে ৬সংখ্যা গঠন করতে পারলেই আপনি জিনিয়াস

Brain Teaser : সোশ্যাল মিডিয়ায় আজকাল নানান ধরনের ধাঁধার পোস্টগুলি ভাইরাল হতে দেখা যায়। আর অনেকেই রয়েছেন যারা এগুলিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেন। এছাড়া এর মাধ্যমে আইকিউ লেভেল পরীক্ষা করারও একটি দুর্দান্ত উপায়।

এই প্রতিবেদনে তেমনি একটি ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে যা আপনাকে সমাধান করতে হবে।ছবিতে দেখতে পাচ্ছেন পাশাপাশি তিনটি দেশলাই কাঠি রয়েছে। এখন এই তিনটি কাঠিকে টুকরো না করে 6-এর রূপ দিতে হবে। আর আপনি কিভাবে চ্যালেঞ্জটি পূরণ করবেন তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার বুদ্ধিমতার উপর।

Image

বলা হয়েছে, সমাধানটি করতে পারলে আপনার বুদ্ধির প্রশংসা করতেই হয় এবং আপনাকে জিনিয়াস বললেও ভুল হবে না। তবে জিনিয়াসরা সহজেই চ্যালেঞ্জটি পূরণ করতে সক্ষম হবেন। আর এদিকে যারা চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন, তাদের মধ্যে বেশিরভাগই ব্যর্থ হয়েছেন।

আসলে এই ধরনের চ্যালেঞ্জগুলি দেখে সাধারণ মনে হলেও তা কিন্তু আসলে নয়। আপনাকে একটু ভিন্ন ও পারিপার্শ্বিকভাবে চিন্তা করতে হবে যার মাধ্যমে আপনি সমাধানের সূত্র পাবেন। বিশেষজ্ঞরা বলছেন যে, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হতে পারেন।

Image

কিন্তু এখনো যারা এই চ্যালেঞ্জটি পূরণ করতে ব্যর্থ হয়েছেন তাদের চিন্তা করার কিছু নেই আমরা নিচে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। আসলে, সাধারণভাবে আপনি 6-এর রূপ দিতে পারবেন না। এই তিনটি কাঠি দিয়ে আপনি কেবল রোমানের হরফের দ্বারাই VI (৬)-এর রূপ দিতে পারবেন।

Image

এই চ্যালেঞ্জগুলি মস্তিষ্কের ক্ষেত্রফলগুলিকে উদ্দীপ্ত করে তোলে মানসিক চাপ কমানোর পাশাপাশি মনসংযোগের বৃদ্ধি ঘটায়। কিন্তু এর জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন নেই, একটু ভিন্নভাবে চিন্তা করলেই হয়। এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।