বলুন তো ৩+৩x৩÷৩ = কত হবে? উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস

নিজেকে জিনিয়াস প্রমাণ করতে হলে গাণিতিক দক্ষতা প্রয়োগ করুন

Brain Teaser: খুব কম মানুষই থাকবেন যাদের কাছে অঙ্ক (Math) প্রিয় বিষয়। কারো কাছে এটি সহজ মনে হলেও, অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এটি আতঙ্কের মত। তবে গাণিতিক ধাঁধাগুলি অত্যন্ত মজার এবং আকর্ষণীয় হয়ে থাকে। গণিত ধাঁধা মস্তিষ্ককে চ্যালেঞ্জ এবং অনুশীলন করার দুর্দান্ত উপায়। এর মাধ্যমে গাণিতিক দক্ষতা এবং জ্ঞানকে উন্নত করতে সহায়তা করে।

ধাঁধা শিশুদের মধ্যে গণিতকে আকর্ষণীয় করার একটি দুর্দান্ত উপায়। এগুলি শিশুদের মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গণিতের ধাঁধার সমাধান শরীরের পক্ষে অনেক ভালো। এর জেরে মানসিক স্বাস্থ্যের চাপ হ্রাস করা সম্ভব হয়।

যেকোনো ধরনের ধাঁধা সমাধান করা একটি মজাদার হয়ে উঠতে পারে হতে পারে। গণিতের ধাঁধা দিয়ে নিয়মিত মস্তিষ্ককে চ্যালেঞ্জ করা একটি ভালো বিষয়। এটি মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সহায়তা করতে পারে। দৈনন্দিন জীবনের মতো বিভিন্ন ক্ষেত্রে কার্যকর হতে পারে।

কিন্তু ইতিমধ্যেই যারা গণিতের ধাঁধাটি সমাধান করতে সক্ষম হয়েছেন তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয় এবং অন্যান্যদের তুলনায় তাদের মস্তিষ্ক অনেক বেশি দ্রুত চলে। তবে আপনার ক্ষেত্রেও যদি এই গাণিতিক ধাঁধাটি কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।

Image

৩+৩x৩÷৩ এটা একটা সরল অঙ্কের মতো। তাই প্রথমে হবে গুণের কাজ, তারপর ভাগ আর শেষে যোগের কাজ। নিয়ম অনুযায়ী, ৩+৩x৩÷৩ = ৩+৯÷৩ = ৩+৩ = ৬। এই ধাঁধার উত্তরটি হবে = ৬। যারা ইতিমধ্যেই ধাঁধাটি সমাধান করতে পেরেছেন তাদের বুদ্ধি খুবই প্রখর এবং যথেষ্ট ভালো গাণিতিক দক্ষতাও রয়েছে।