বিশ্বকাপজয়ী খেলোয়াড় কুমার ধর্মসেনা বেছে নিলেন তাঁর সর্বকালের সেরা একাদশ

বর্তমানে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে সর্বকালের সেরা একাদশ বেছে নেওয়া নিয়ে একটা ট্রেন্ডিং চলছে। মাঝেমধ্যেই শোনা যায় তারা তাদের পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়ে একাদশ গঠন করেন। এবার সেই পথেই হাঁটলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার কুমার ধর্মসেনা। 

Sri Lankan umpire Kumar Dharmasena picks his all-time XI

১৯৯৬ বিশ্বকাপের সময় শ্রীলঙ্কার দুর্দান্ত মুহূর্তগুলির সাক্ষী থেকেছেন কুমার ধর্মসেনা। ১৯৯৩ সাল থেকে এক দশকেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। ব্যাটসম্যান হিসেবে তেমন সাফল্য না পেলেও বর্তমানে তিনি একজন দুর্দান্ত আম্পায়ার

কুমার ধর্মসেনা তার সর্বকালের সেরা একাদশে ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন ও তার দেশের ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়াকে বেছে নিয়েছেন। এরপর অধিনায়ক হিসেবে রয়েছেন রিকি পন্টিং।

We Need Immediate Measures To Save Cricket: Sanath Jayasuriya On Sri  Lanka's Decline In International Cricket

৪ নম্বরে ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার। এরপর মিডল অর্ডারের দায়িত্বে রয়েছেন ব্রায়ান লারা এবং কুমার ধর্মসেনা নিজেই। এছাড়াও তিনি দলের উইকেট-রক্ষকও। 

ICC World Cup Cricket 2007: Facts, figures, and statistics - Cricket Country

কূমার ধর্মসেনা তার দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে বেছে নিয়েছেন জ্যাক ক্যালিসকে। এরপর পেস বিভাগে ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা আর এদিকে স্পিন বিভাগে রয়েছেন মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন।  

☞ কুমার ধর্মসেনার সর্বকালের সেরা একাদশ: 

১) ম্যাথু হেডেন
২) সনাথ জয়সুরিয়া
৩) রিকি পন্টিং (অধিনায়ক)
৪) শচীন টেন্ডুলকার
৫) ব্রায়ান লারা জ্যাক
৬) কুমার ধর্মসেনা (উইকেটরক্ষক)
৭) জ্যাক ক্যালিস
৮) ওয়াসিম আকরাম
৯) মুত্তিয়া মুরালিধরন
১০) শেন ওয়ার্ন
১১) গ্লেন ম্যাকগ্রা