বর্তমানের ৫ সক্রিয় অলরাউন্ডার যারা ডান হাতে বোলিং ও বাঁহাতে ব্যাটিং করেন

বর্তমানে কয়েকজন সক্রিয় অলরাউন্ডার রয়েছেন যারা ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে দলের ভারসাম্য বজায় রাখেন। তবে তারা বাঁহাতি ব্যাটসম্যান হলেও বোলিংয়ের সময় ডান হাতে বল তুলে নেন।

☞ এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) সুনীল নারিন:

Sunil Narine backed by West Indies Cricket Board after facing ban for  illegal action - Cricket Country

টি-টোয়েন্টির ডানহাতি মিস্তেরিয়াস স্পিনার সুনীল নারিন ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচে সুপার ওভারে মেডে নিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। বর্তমানে তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে প্রতিনিধিত্ব করেন। কখনো কখনো ওপেন করতে নেমে এই বাঁহাতি ব্যাটসম্যান ঝড়ও তোলেন। 

২) মঈন আলি:

England and Wales Cricket Board (ECB) - The Official Website of the ECB

বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে একজন দুর্দান্ত অলরাউন্ডার মঈন আলিও ডান হাতি স্পিনার তবে বাঁহাতি ব্যাটসম্যান। সম্প্রতি ২০২১ আইপিএলে সিএসকের হয়ে তিনি অসাধারণ পারফরম্যান্স করেছেন।

৩) জিমি নিশাম:

New Zealand all-rounder Jimmy Neesham undergoes surgery | Cricket News -  Times of India

নিউজিল্যান্ডের দুর্দান্ত অলরাউন্ডার জিমি নিশামও বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি বোলার। একজন হার্ডহিটার ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি দলের প্রয়োজনে উইকেট নেওয়ার ক্ষমতাও রয়েছে তার। সীমিত ওভারের ক্রিকেটে একজন যোগ্য খেলোয়াড় হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছেন। 

৪) ওয়াশিংটন সুন্দর:

Washington Sundar on Twitter: "Great to have the first win of the T20  series! 😇 Focus on the next one now! 🇮🇳 #TeamIndia  https://t.co/CXodX2ufTB" / Twitter

ভারতীয় দলের তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর একজন ডান হাতি স্পিনার তবে বাঁহাতি ব্যাটসম্যান। এই মুহূর্তে তিন শ্রেণীর ক্রিকেটে তিনি জাতীয় দলের সদস্য। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বড় মাপের অলরাউন্ডার হয়ে উঠতে পারেন। 

৫) বেন স্টোকস:

ICC Cricket World Cup 2019: Ben Stokes' Redemption Arc | On the Ball |  NewsClick

এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকস যিনি একজন বাঁহাতি ব্যাটসম্যান কিন্তু বোলিংয়ের সময় ডান হাতে বল তুলে নেন। তবুও উভয় বিভাগেই সমানভাবে কার্যকর। ইংল্যান্ড দলের একজন অপরিহার্য ক্রিকেটার। একদিকে মিডল অর্ডারে ব্যাট হাতে সামাল দেন, অন্যদিকে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করার দক্ষতা রয়েছে তার।