মহেন্দ্র সিং ধোনি না থাকলে ভারতীয় দল কখনোই এই পাঁচ ‘কিংবদন্তি’ খেলোয়াড়কে পেত না

ভারতীয় দলকে নেতৃত্ব দিতে গিয়ে আইসিসির সমস্ত ট্রফিগুলি জয় করেন মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, এমন কয়েকজন খেলোয়াড়কে উপহার দিয়েছেন, তিনি না থাকলে হয়ত তাদের কখনই পাওয়া যেত না। এই নিয়েও অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু বর্তমানে সেইসব খেলোয়াড়রা আজ ভারতীয় দলের ‘কিংবদন্তি’। 

৫) রোহিত শর্মা:

India vs West Indies 4th ODI: Hosts ride on Rohit Sharma special to take  series lead in Mumbai

রোহিত শর্মার টানা খারাপ ফর্ম অব্যাহত থাকা সত্ত্বেও ধোনি বারবার সুযোগ দিয়েছিলেন। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ওপেন করতে পাঠিয়ে রাতারাতি তারকা খেলোয়াড় হয়ে ওঠেন। এরপর তাকে আর কখনোই পিছু ফিরে তাকাতে হয়নি। 

৪) সুরেশ রায়না:

Raina ravages England with dazzling 100

ধোনি ও সুরেশ রায়নার সম্পর্ক প্রথম থেকেই বন্ধুত্বপূর্ণ। এছাড়াও অনেক অনেকবার ৩নং ব্যাটিং অর্ডারে সুযোগ দিয়েছিলেন তবে সে জায়গায় সফল হতে পারেননি। তবুও তার প্রতি আত্মবিশ্বাস রেখেছিলেন ও খেলার সুযোগ দিয়েছিলেন। যে কারণে রায়না আজ টি-টোয়েন্টির অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান। 

৩) রবীচন্দ্রন অশ্বিন: 

Lost 7-8 kilos in lockdown': R Ashwin reveals secret behind dream run in  Test cricket | Cricket - Hindustan Times

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা বোলার রবীচন্দ্রন অশ্বিন। ২০১০ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেন ও ধোনির হাত ধরেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। এরপর টেস্ট দলেও সুযোগ পেয়ে তার বোলিংয়ে সকলকে মুগ্ধ করেন। সেই বছর ২০১১ বিশ্বকাপেও নির্বাচিত হন, যা ধোনির সম্মতি ছাড়া অসম্ভব ছিল।  

২) রবীন্দ্র জাদেজা:

India vs Australia: Ravindra Jadeja replaces injured Axar Patel for first  three matches of ODI serie

বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দুর্দান্ত পারফরম্যান্স করছেন। তিনিও আইপিএলে ধোনির হাত ধরে জাতীয় দলে এসেছিলেন। ধোনির অনুপ্রেরণায় একটু একটু করে উন্নতি করেন। তার ফলশ্রুতি আজ পেয়েছে ভারতীয় দল।

১) বিরাট কোহলি:

ICC Cricket World Cup 2019: Weren't clinical with the bat, says Virat Kohli - Telegraph India

বিরাট কোহলি বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের মধ্যে একজন। দুর্দান্ত ফর্মে থাকা মহেন্দ্র সিং ধোনি তার প্রিয় ৩নং ব্যাটিং অর্ডারের জায়গা ছেড়ে তাকে সুযোগ করে দিয়েছিলেন। ২০১১ সালে অস্ট্রেলিয়া সফরের কোহলি ব্যর্থ হলে নির্বাচকেরা ছাঁটাইয়ের জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু ধোনি ফের সুযোগ দেন। এরপরেই তিনি সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন।

এই প্রসঙ্গে প্রাক্তন ব্যাটসম্যান শেহবাগ জানিয়েছেন, “আমি যখন ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলাম, ধোনি সকল খারাপ ফর্মে থাকা খেলোয়াড়দের সমর্থন করে এগিয়ে নিয়ে গেছেন। তার এই বিশেষ অবদানকে কখনো ভোলার নয়।”