GK প্রশ্ন : পানীয় জলের বোতলের ঢাকনা নীল বা সবুজ রঙের হয় কেন?

যে কারণে পানীয় জলের বোতলের ঢাকনা নীল বা সবুজ রঙের হয়ে থাকে?

General Knowledge Quiz : আজকাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পানীয় জলের বোতল বিক্রি হয়। সেগুলি খেতেও সাধারণ জলের থেকে একটু আলাদা। তবে আপনি একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জলের বোতলের ঢাকনা নীল বা সবুজ রঙের হয়ে থাকে! কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর যদি না জানা থাকে তাহলে এই প্রতিবেদনে এরকম এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ কলা ফলে কোন পোকামাকড় ধরে না কেন?
উত্তরঃ এর কারণ হল কলায় সায়ানাইড নামক রাসায়নিক পাওয়া যায়।

২) প্রশ্নঃ সিংহের আগে কাকে জঙ্গলের রাজা বলা হত?
উত্তরঃ সিংহের আগে হাতিকে জঙ্গলের রাজা বলা হত।

৩) প্রশ্নঃ বিমানের চাকায় কোন বায়ু ভরা হয়?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে একটি ভাসমান পার্ক আছে?
উত্তরঃ মণিপুরে একটি ভাসমান পার্ক আছে।

Image

৫) প্রশ্নঃ ২৪ ঘন্টায় তিন ফুট পর্যন্ত বাড়তে পারে কোন গাছ?
উত্তরঃ বাঁশ গাছের একটি প্রজাতি রয়েছে, যেগুলি ২৪ ঘন্টায় তিন ফুট পর্যন্ত বৃদ্ধি পায়।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য কখনও ব্রিটিশদের দাস ছিল না?
উত্তরঃ গোয়া হল ভারতের সেই রাজ্য, যেটি কখনও ব্রিটিশদের দাস ছিল না।

৭) প্রশ্নঃ বিশ্বের প্রথম মানব কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ বিশ্বের প্রথম মানব আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন।

৮) প্রশ্নঃ কোন ফলটি আপনি বিমানে নিতে যেতে পারবেন না?
উত্তরঃ নারকেল একমাত্র ফল যা আপনি বিমানে নিতে যেতে পারবেন না।

৯) প্রশ্নঃ মৈত্রী এক্সপ্রেস কোন দুটি দেশের মধ্যে চালানো হয়?
উত্তরঃ মৈত্রী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী একটি ট্রেন।

Image

১০) প্রশ্নঃ পানীয় জলের বোতলের ঢাকনা নীল বা সবুজ রঙের হয় কেন?
উত্তরঃ পানীয় জলের বোতলের ঢাকনা নীল রঙের অর্থ হল শুধুমাত্র মিনারেল ওয়াটার আর সবুজ রঙের ঢাকনা মানে হল সেই বোতলের জলের সাথে অতিরিক্ত স্বাদ মেশানো হয়েছে।