জানেন পাবলিক টয়লেটের দরজার নিচের দিকে কাটা থাকে কেন? ৯৯% মানুষের অজানা

Public toilet: শপিংমল হোক বা অফিস অথবা সিনেমা হল, এসব ক্ষেত্রে শৌচালয়গুলির দরজার নিচ থেকে খানিক অংশ আবার মাথার কিছুটা অংশ কেটে বাদ দেয়া হয়। তবে কখনো ভেবেছেন যে এমনটা করা হয় কেন? আসলে এর পিছনে রয়েছে বেশ কয়েকটি বড় কারণ। এবার এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শপিংমল বা অফিসের শৌচালয়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন নিজের দিকে কিছুটা কাটা থাকে। আসলে এইসব জায়গা মানেই তো জনগনের ভিড়, সেক্ষেত্রে সহজেই শৌচালয়গুলি পরিষ্কার করা যায়। তবে মেঝে পর্যন্ত যদি দরজা থাকে তবে জল বের করতে সমস্যা হবে, তাছাড়া দরজা কাটা না থাকলে বারবার জল লেগে দরজার কাঠ নষ্ট হয়ে যেতে পারে।

Image

দরজা নিচের দিকে কাঁটা থাকলে সিগারেটের ধোঁয়া বেরিয়ে পড়ে, ফলে পাবলিক শৌচালয়ে ধূমপান রোধ করা সম্ভব। এছাড়া বাথরুমের ভিতরে বিপদ হলে, কাউকে বের করতে হলে এমন দরজা উপকারি। বাথরুমে থাকাকালীন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, এই ছোট্ট দরজা দিয়ে সহজেই প্রবেশ করে তাকে উদ্ধার করা যায়।

এছাড়া ছোট ছোট খুপড়ির মতো জায়গায় যাতে বায়ু চলাচল হতে পারে তার জন্যও এই ধরনের শৌচালয় বানানো হয়। এমনকি এই ধরনের ছোট দরজা থাকলে শৌচালয়ের ভেতর থেকে বাইরে কথোপকথন চালানো সম্ভব। কারও প্রয়োজন পড়লে সে বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন।

Image

এছাড়া দরজার নিচ থেকে কাটা থাকলে বাইরে থেকে ভেতরে থাকা ব্যক্তির পা দেখা যায়, তাই আলাদা করে দরজার কড়া নাড়তে হয় না। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে বাথরুমে কিছু মানুষ দৈহিক মেলামেশা করেন, ফলে ছোট দরজা হওয়ায় এমনটা রোধ করা গেছে।