প্রশ্ন : জানেন রাতের বেলায় তাজমহলে লাইট জ্বালানো হয় না কেন?

যে কারণে তাজমহল রাতে অন্ধকার রাখা হয়?

General Knowledge Quiz : বিশ্বের সপ্তম আশ্চর্য জিনিসগুলোর মধ্যে তাজমহল একটি, যা আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। শুধু ভারত নয়, সমগ্র বিশ্বের মানুষেরা তাজমহল দেখতে আসেন। তবে আশ্চর্য বিষয় হলো, রাতের বেলায় তাজমহলে লাইট জ্বালানো হয় না, এর কারণ কি জানেন? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ নিয়মিত গ্যাসের ওষুধ খেলে কোন রোগ দেখা দিতে পারে?
উত্তরঃ কিডনির অসুখ হতে পারে।

২) প্রশ্নঃ ঘড়ি কী দেখে আবিষ্কার করা হয়েছিল?
উত্তরঃ সূর্যের ছায়া দেখে ঘড়ির আবিষ্কার হয়েছিল।

Image

৩) প্রশ্নঃ রবিবার দিনটিকে ছুটির দিন বলে ঘোষিত করা হয় কত সাল থেকে?
উত্তরঃ ১৮৮৩ সাল থেকে।

৪) প্রশ্নঃ কোন প্রাণীর শুঁকে মানবদেহের ক্যান্সার চিহ্নিত করতে পারে?
উত্তরঃ কুকুরের ঘ্রাণশক্তি এতটাই বেশি যে, মানব দেহ থেকে ক্যান্সার থেকে নির্গত গন্ধ শুঁকে চিহ্নিত করতে পারে।

৫) প্রশ্নঃ ভারতের সবথেকে বিষধর সাপের নাম কী?
উত্তরঃ ইন্ডিয়ান কোবরা হল ভারতের সবথেকে বিষাক্ত সাপ।

Image

৬) প্রশ্নঃ ভারতের ফুলের রাজা কাকে বলা হয়?
উত্তরঃ পদ্মফুলকে ফুলের রাজা বলা হয়।

৭) প্রশ্নঃ ARMY কথাটির পূর্ণরূপ কী?
উত্তরঃ Alert Regular Mobility Young.

৮) প্রশ্নঃ দ্বারকেশ্বর নদী ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী?
উত্তরঃ রূপনারায়ণ নদ।

৯) প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে দুধের ঘনত্ব মাপা হয়?
উত্তরঃ ল্যাক্টোমিটারের সাহায্যে দুধের ঘনত্ব মাপা হয়।

Image

১০) প্রশ্নঃ জানেন রাতের বেলায় তাজমহলে লাইট জ্বালানো হয় না কেন?
উত্তরঃ রাতের বেলায় তাজমহলে লাইট জালানো না হওয়ার পিছনে বৈজ্ঞানিক কারণটি হল, রাতে লাইটের আলোতে পোকামাকড়েরা বেশি আকর্ষিত হবে এবং তাজমহলের সাদা পাথরের উপর মলত্যাগ করবে, এর ফলে তাজমহলের সৌন্দর্য নষ্ট হবে।