GK প্রশ্ন : ভারতের কোন দ্বীপপুঞ্জের মানুষেরা বাংলা ভাষায় কথা বলেন?

বাংলা ভাষায় কথা বলেন ভারতের কোন দ্বীপপুঞ্জের মানুষেরা?

General Knowledge Quiz : ভারতবর্ষে হিন্দির পরেই বাংলার ভাষায় কথা বলা মানুষের সংখ্যা সবচাইতে বেশি। তবে ভারতের একটি দ্বীপপুঞ্জেও বাংলা ভাষার চল রয়েছে। জানেন কী সেই দ্বীপপুঞ্জের নাম? এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার জনক কাকে বলা হয়?
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া হলেন ভারতীয় পতাকার জনক। যিনি অন্ধ্রপ্রদেশের মানুষ ছিলেন।

Image

২) প্রশ্নঃ মানুষের গায়ের রঙ নির্ভর করে কোন রঞ্জক পদার্থের উপর?
উত্তরঃ মেলানিন রঞ্জক পদার্থের উপর মানুষের গায়ের রঙ নির্ভর করে।

৩) প্রশ্নঃ কৃষ্ণ তো ভগবান তাহলে তার মৃত্যু হল কেন?
উত্তরঃ কৃষ্ণ হলো ভগবান বিষ্ণুর অবতার। অবতারেরা নির্দিষ্ট কিছু কাজের জন্য পৃথিবীতে আসেন এবং সেই কাজ সম্পন্ন হলে শরীর ত্যাগ করে আত্মা মূল ভগবানের সাথে মিশে যায়।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন জায়গায় অবিরাম বিদ্যুৎ চমকায়?
উত্তরঃ ভেনেজুয়েলার কাটাটুম্বো নদীর মোহনায় অবিরাম বিদ্যুৎ চমকায়।

৫) প্রশ্নঃ ভারতের প্রথম ছাপানো সংবাদপত্রের নাম কী?
উত্তরঃ বেঙ্গল গেজেট হলো ভারতের প্রথম ছাপানো সংবাদপত্র।

Image

৬) প্রশ্নঃ মানুষের কোন অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটুও বাড়ে না?
উত্তরঃ মানুষের চোখের কর্নিয়া।

৭) প্রশ্নঃ কোন দেশে কাজ করতে গেলে আপনাকে অ্যাপেনডিক্স বাদ দিতে হবে?
উত্তরঃ আন্টার্টিকায় কাজ করতে গেলে আপনার শরীর থেকে অ্যাপেন্ডিক্স বাদ দিতে হবে। কারণ এই মহাদেশে শল্য চিকিৎসার ব্যবস্থা নেই।

৮) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় গুহা কোথায় অবস্থিত?
উত্তরঃ ভিয়েতনামে।বিশ্বের সবচেয়ে বড় গুহা রয়েছে, যার নাম সানাম হুয়া।

৯) প্রশ্নঃ ভারতে প্রথম টেলিভিশন কত সালে এসেছিল?
উত্তরঃ ১৯৫৯ সালে ভারতে প্রথম টেলিভিশন আসে।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন দ্বীপপুঞ্জের মানুষেরা বাংলা ভাষায় কথা বলেন?
উত্তরঃ আসলে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রচুর বাঙালি মানুষ বাস করেন।