কেন শ্রীলঙ্কাকে সবসময় ভারতীয় মানচিত্রে দেখানো হয়, জেনে নিন এর পিছনের কারণ কী

Indian Map: শৈশব থেকে আজ অবধি যখনই ভারতীয় মানচিত্র দেখেছেন, আপনি অবশ্যই ভারতের সাথে শ্রীলঙ্কাকেও দেখেছেন। অনেকেই হয়তো ভাববেন এটা কাছাকাছির জন্য, কিন্তু তা নয়। সেই হিসেবে পাকিস্তান, চীন, বাংলাদেশ আরও অন্যান্য দেশগুলি ভারতের খুবই কাছাকাছি অবস্থিত। কিন্তু সেগুলোকে ভারতের মানচিত্রে দেখানো হয় না। তাহলে শ্রীলঙ্কাকে দেখানো হয় কেন? এবার জেনে নেওয়া যাক।

ভারতীয় মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখানোর পেছনে একটি সামুদ্রিক আইন রয়েছে। যদি ভারতীয় মানচিত্রে শ্রীলঙ্কাকে না দেখানো হয় তাহলে আইনত অপরাধ হিসেবে গণ্য হবে। এই কারণেই প্রতিটি ভারতীয় মানচিত্রে শ্রীলঙ্কাকে অবশ্যই দেখানো হয়েছে। আসলে এই আইনটি জাতিসংঘ কর্তৃক প্রণীত, যাকে সমুদ্র আইন বলা হয়।

Image

জাতিসংঘ কর্তৃক আইন অনুযায়ী, কোন দেশের সীমা যদি সমুদ্রের সাথে বেষ্টিত হয় এবং ৩৭০ কিলোমিটারের মধ্যে পড়ে, তাহলে এমন জায়গাগুলিকে সেই দেশের সমুদ্র এলাকা হিসেবে বিবেচিত হয়। তাই শ্রীলঙ্কা দেশটিও ভারতের সমুদ্র সীমানার মধ্যে পড়ে।

জানিয়ে রাখি, ভারতবর্ষের দক্ষিণের শেষ সীমা ধানুশকোডি থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। তাই সমুদ্র আইনের কারণে মানচিত্রে শ্রীলঙ্কাকে দেখানো হয়। ১৯৫৬ সালে জাতিসংঘ কর্তৃক সমুদ্র আইনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তখন অনেক দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে।

সমুদ্র আইনের গঠনের সময় সমুদ্রসীমা এবং সংশ্লিষ্ট চুক্তি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। এই আইনের তৃতীয় সম্মেলনের সময় সামুদ্রিক আইন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। এই সময় বলা হয়েছিল, কোন দেশের মানচিত্রের শেষ সীমা থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) পর্যন্ত সীমানা দেখানো বাধ্যতামূলক।