কলকাতাকে ‘আনন্দের শহর’ (The city of Joy) বলা হয় কেন

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ব্রিটিশ আমলে ভারতের রাজধানী ছিল। ভারতের সেরা মহানগরীগুলির মধ্যে কলকাতা অন্যতম, যার একটি নাম রয়েছে ‘দ্যা সিটি অফ জয়’ অর্থাৎ আনন্দ শহর। দোমিনিক লাপিয়ের কলকাতাকে নিয়ে যে বইটি লিখেছিলেন তার নাম “সিটি অফ জয়”। ওই লেখক কোলকাতা শহরে বহুদিন বাস করেছিলেন যাতে শহর ও মানুষজনকে অন্তর দিয়ে চিনতে পারেন।

আসলে কলকাতা মোটেই আনন্দের শহর নয়। এই শহর হল অভাবের শহর, কান্নার শহর। এখানে নোংরা বস্তিতে, ধূলো মাখা পথের পাশে যে সকল গরিব মানুষরা বাস করেন, তারা নিরন্তর সংগ্রাম করে যায় কেবল বেঁচে থাকার জন্য। তারা দুবেলা দুটো খাবার জোটাতে জীবনে আনন্দ নিতে যা কষ্ট পায় তাতে কি তাদের মুখে একটু হাসি ফোটে কখনো?

আসলে ওই বিখ্যাত লেখক দোমিনিক লাপিয়ের তার লেখায় তাদের কথাই বলেছেন। সেই হতভাগ্যদের কথা বলতে গিয়ে অবশেষে লেখকের অনুভবে অনির্বাণ শিখার মত এটাই জেগেছে যে তাদের এই কষ্টকর সংগ্রাম আসলে একটু সুখের জন্য, একটু আনন্দের জন্য যা তারা কখনো পায় না অথচ চেষ্টা চালিয়ে যায় জীবনভোর। ঠিক এখানেই তাদের আনন্দ।

যেহেতু লেখক লাপিয়ের একদম সামনে থেকে এই শহরের বিপুল পীড়িত মানুষের এতো হাহাকার দেখেছেন, তাদের আশ্চর্যজনক জীবনযুদ্ধ দেখেছেন বলেই তাঁর বইটির নাম “সিটি অফ জয়” দেওয়া সঠিক মনে হয়েছে।