কৈলাস পর্বত আজও জয় করা যায়নি কেন জানেন, কি বলছেন বিজ্ঞানীরা

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৪৮ মিটার। আর এখনও পর্যন্ত প্রায় চার হাজারের বেশি মানুষ মাউন্ট এভারেস্টকে জয় করেছেন। এর বাইরেও অনেক দুর্গম পর্বতশৃঙ্গ রয়েছে, যেখানে পর্বতারোহীরা আরোহণ করেছেন। কিন্তু কখনো শুনেছেন কৈলাস পর্বতে কাউকে আরোহণ করতে? এর উত্তর আপনি কোথাও পাবেন না।

Kailash Mansarovar Yatra: How I Cheated Death, Gave Oxygen to a Fellow Pilgrim And Survived the Brutal Cold | BLOG

মাউন্ট এভারেস্টে তুলনায় কৈলাস পর্বতের (৬০৫০ মিটার) উচ্চতা অনেক কম। কিন্তু তা সত্ত্বেও পর্বতারোহীরা আরোহণ করতে কখনোই সক্ষম হননি। কিন্তু কেন, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক —

তিব্বতের প্রাচীন গ্রন্থে লেখা রয়েছে কৈলাস পর্বতে কখনো কোনো মানুষকে যেতে দেওয়া যাবে না কারণ এটি দেবতাদের আবাসস্থল। এখানে গিয়ে যারাই দেবতাদের দেখার চেষ্টা করবে তাকেই জীবন হারাতে হবে। আর হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, এই পর্বতে নাকি স্বয়ং ভগবান মহাদেব বাস করেন।

File:Kailash-Barkha.jpg - Wikimedia Commons

আজ বৈজ্ঞানিক যুগে এত প্রযুক্তির উন্নতি থাকা সত্ত্বেও এই পর্বতকে কেউ কখনও জয় করতে পারেনি। অনেক পর্বতারোহী চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন। তারই মধ্যে একজন হলেন কর্নেল উইলসন।

কর্নেল উইলসন কৈলাস পর্বত আহরণের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, অন্যান্য দুর্গম পর্বতের মত এটি এতটাও দুর্গম না। তাই শেষ পর্যন্ত পর্বত শৃঙ্গে পৌঁছানোর একটি সহজ উপায় খুঁজে পেয়েছিলেন। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং অত্যধিক তুষারপাতের কারণে তিনি পর্বত শৃঙ্গে পৌঁছাতে ব্যর্থ হন।

Kailash: the mountain that calls

উইলসন ছাড়াও এমন অনেক পর্বতারোহী রয়েছেন যারা কৈলাস পর্বতে ওঠার সময় শ্বাসকষ্টজনিত অসুস্থতা বা নানান সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই সমস্ত কারণে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। কিন্তু যখনই কোন পর্বতারোহী সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন, ততোবারই ব্যর্থ হয়েছেন। এই অপরাজেয় কৈলাস পর্বত আজও একটি রহস্যই হয়ে আছে।