১৭ই ডিসেম্বরঃ আজকের দিনটি ইতিহাসের পাতায় স্মরণীয় কেন?

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৭ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

১৩৯৮ সাল: এই দিনে মোঙ্গল সম্রাট তৈমুর লং দিল্লি দখল করেছিলেন। 

১৯০৩ সাল: রাইট ভাইয়েরা প্রথম ‘দ্য ফ্লায়ার’ নামে একটি বিমান উড়িয়েছিলেন। ১২ সেকেন্ডের এই উড়ন্ত বিমানটি গোটা বিশ্বে বিপ্লব এনেছিল।

Wright Brothers First Flight: An Anniversary of Airplanes | Time

১৯২৭ সাল: ভারতের অন্যতম শীর্ষ বিপ্লবী রাজেন্দ্রনাথ লাহিড়িকে নির্ধারিত তারিখের ২ দিন আগে ব্রিটিশ সরকার গন্ডা কারাগারে ফাঁসি দিয়েছিল।

১৯২৮ সাল: লালা লাজপত রাইয়ের হত্যার প্রতিশোধ নিতে ভগত সিং, রাজগুরু এবং সুখদেব ১৯২৮ সালে ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেছিলেন।

Bhagat Singh, Sukhdev and Rajguru: The revolutionary legends of Indian freedom struggle - NewsBharati

১৯৩১ সাল: আজকের দিনে বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ হরপ্রসাদ শাস্ত্রী মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা। 

১৯৩১ সাল: আজ ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালানোবিসের স্বপ্ন বাস্তব হয় এবং কলকাতায় ‘ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়েছিল।

Kolkata-Based Indian Statistical Institute To Help Soldiers Take Better Aim

১৯৫০ সাল: ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন।

১৯৭১ সাল: ভারত-পাক যুদ্ধের অবসান ঘটে।

Indo-Pak War 1971: When More Than 93,000 Pakistanis Surrendered

১৯৭২ সালে: ভারতীয় অভিনেতা জন আব্রাহাম মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন।