জানেন ভারতবর্ষে বেশিরভাগ সিলিং ফ্যানগুলি তিনটি ব্লেড যুক্ত হয় কেন

Ceiling Fan: আমাদের ভারতবর্ষ গ্রীষ্ম প্রধান দেশ হওয়ায় গরমের হাত থেকে রেহাই পেতে মধ্যবিত্তদের একমাত্র ভরসা সিলিং ফ্যান। তবে একটা জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এদেশে যেখানেই সিলিং ফ্যান দেখবেন তাতে তিনটি ব্লেড থাকে। কিন্তু ছোটবেলায় আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটা এসেছে যে, সিলিং ফ্যানে শুধু তিনটি ব্লেডই থাকে, চারটে বা পাঁচটা নয় কেন?

যদিও এখনো অনেককেই হাতপাখা করতে দেখা যায়, যেখানে ধনী ব্যক্তিরা তাদের প্রতিটা রুমে এসি কিংবা এয়ার কুলারের মত অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করেন। যাইহোক এই প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় সিলিং ফ্যানে তিনটি ব্লেড থাকার কারণ কী। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Usha fan

বৈজ্ঞানিকদের মতে, পাখায় যত কম ব্লেড থাকবে, তত বাতাস দ্রুত প্রবাহিত হবে। ভারত উষ্ণ জলবায়ুর একটি দেশ অর্থাৎ এখানকার তাপমাত্রা অন্যান্য দেশের তুলনায় বেশি, তাই এখানে বসবাসকারী মানুষদের জন্য প্রবল বাতাসের প্রয়োজন হয়। সুতরাং এই কারণেই ভারতে বেশিরভাগ জায়গায় তিনটি ব্লেড যুক্ত ফ্যান দেখা যায়। কিন্তু বিদেশে দুটি থেকে ছয়টি ব্লেড যুক্ত ফ্যানের ব্যবহার হয়।

গবেষণা করে দেখা গেছে, একটি ফ্যানের তিনটি ব্লেডই ভালোভাবে বাতাস নিক্ষেপ করতে পারে। ব্লেড বেশি থাকলে মটরের উপর চাপ পড়ে এবং এই কারণে বাতাস নিক্ষেপ করার ক্ষমতা কমে যায়। তবে আমেরিকা বা ইউরোপের মত ঠান্ডা জলবায়ুর দেশগুলিতে চারটি ব্লেড যুক্ত ফ্যান ব্যবহার হয়, তবে সেটি উষ্ণতা কমাবার জন্য নয় বরং ঘরের মধ্যে বায়ু চলাচলের ব্যবহার বেশি জন্য।

Image

ভারতবর্ষে বেশিরভাগ ক্ষেত্রেই তিনটি ব্লেড যুক্ত ফ্যানের চলই বেশি। কম ব্লেড থাকার কারণে এটি দ্রুত চলে এবং শব্দও কম হয়। এদিকে অন্যান্য ফ্যানের তুলনায় তিনটি ব্লেড যুক্ত ফ্যানের দাম সাধারণ মানুষের বাজেটের মধ্যেই আসে। এছাড়া কয়েক বছর আগেও ভারতে বিদ্যুতের প্রকট সমস্যা ছিল। সুতরাং কম ভল্টেজ থাকলেও তিনটি ব্লেড যুক্ত ফ্যান অনায়াসে চলতে পারে এবং বিদ্যুত খরচও কম হয়।