GK প্রশ্ন : ভারতবর্ষকে বাংলায় ‘ভারত’ আর ইংরেজিতে ‘ইন্ডিয়া’ বলা হয় কেন?

ভারতবর্ষকে বাংলা ও ইংরেজিতে ভিন্ন নামে ডাকা হয় কেন?

General Knowledge Quiz : আমাদের দেশ ভারতবর্ষ। এই দেশ নিয়ে এমন অনেক তথ্য রয়েছে যেগুলো আজও আমাদের অবাক করে তোলে। তবে আপনি কি জানেন বাংলায় ভারত আর ইংরেজিতে ইন্ডিয়া বলা হয় কেন? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ কোন দেশের ছেলেরা পণ বা যৌতুক দিয়ে বিয়ে করে?
উত্তরঃ থাইল্যান্ডের ছেলেরা পণ বা যৌতুক দিয়ে বিয়ে করে।

২) প্রশ্নঃ ভারতে মোবাইল ফোনের প্রথম কারা কথা বলেছিলেন?
উত্তরঃ তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং টেলিকম মন্ত্রী সুখ রাম যারা প্রথম মোবাইলে কথা বলেছিলেন।

Image

৩) প্রশ্নঃ পৃথিবীতে কোন ধর্মের মানুষ সবচাইতে বেশি?
উত্তরঃ খ্রিস্টান ধর্মের মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি।

৪) প্রশ্নঃ বিমানের খাবারে বেশি করে লবণ মেশানো হয় কেন?
উত্তরঃ আসলে বিমানের উচ্চতায় আমাদের জিভের স্বাদ গ্রন্থিগুলো ভালোভাবে কাজ করে না, সেজন্য খাবারে লবণের পরিমাণ বেশি দেওয়া হয়, যাতে আপনি খাবারের স্বাদ ভালো পান।

৫) প্রশ্নঃ পৃথিবীর প্রথম জীবন কোথায় সৃষ্টি হয়েছিল?
উত্তরঃ সমুদ্রে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল।

৬) প্রশ্নঃ বর্তমানে সুন্দরবনের বাঘ কিভাবে গণনা করা হয়?
উত্তরঃ ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে।

Image

৭) প্রশ্নঃ ভারতের অধিকাংশ নদী কোন সাগরে পড়েছে?
উত্তরঃ ভারতের অধিকাংশ নদী বঙ্গোপসাগরে পড়েছে।

৮) প্রশ্নঃ কোন তিনজন দেবীকে একসাথে ত্রিদেবী বলা হয়?
উত্তরঃ দেবী লক্ষ্মী, সরস্বতী ও পার্বতীকে একত্রে ত্রিদেবী বলা হয়।

৯) প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
উত্তরঃ ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়।

Image

১০) প্রশ্নঃ ভারতবর্ষকে বাংলায় ‘ভারত’ আর ইংরেজিতে ‘ইন্ডিয়া’ বলা হয় কেন?
উত্তরঃ আসলে ইন্ডিয়া নামটি বিদেশীদের দেওয়া। ইন্ডিয়া বলতে Indus River (সংস্কৃত, সিন্ধু নদ) এর তীরবর্তী এবং পেছনের এলাকা নির্দেশ করা হত। আর বাংলায় শকুন্তলা ও দুষ্মন্তের পুত্র রাজা ভারতকে এই বর্ষ দেয়া হয়েছিল বলেই এই এলাকার নাম তখন বলা হতো ভরতবর্ষ। আর সেখান থেকেই ভারত নামের উৎপত্তি হয়।