GK প্রশ্ন : শীতের সময় স্নান করার আগে গায়ে কাঁটা দেয় কেন?

যে কারণে শীতের সময় স্নান করার আগে গায়ের লোম খাড়া হয়ে যায়

General Knowledge Quiz : শীতকালে স্নান করা সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি। তাই স্নানের সময় অনেকেই সমস্যায় পড়েন। তবে আপনিও লক্ষ্য করেছেন যে এই সময় আমাদের গায়ে কাঁটা দেয় বা লোম খাড়া হয়ে যায়, কিন্তু কেন জানেন? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, দেখে নিন।

১) প্রশ্নঃ কোন গাছকে বাবার সাথে তুলনা করা হয়? 
উত্তরঃ বটগাছ কে বাবার সাথে তুলনা করা হয়।

২) প্রশ্নঃ পাকিস্তানে ভ্যালেন্টাইনস দিবস নিষিদ্ধ কেন জানেন?
উত্তরঃ আসলে, পাকিস্তানে ভ্যালেন্টাইন দিবস পালন করা ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে ও হারাম বলে মনে করা হয়। তাই সেদেশে ভ্যালেন্টাইনস দিবস নিষিদ্ধ।

Image

৩) প্রশ্নঃ কলকাতায় প্রথম ধর্মঘট কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৮২৭ সালে।

৪) প্রশ্নঃ বৃষ্টি হলে যে এক ধরনের গন্ধ বের হয়, সেটা কীসের গন্ধ?
উত্তরঃ বৃষ্টির জলের মধ্যে মিশে থাকা ব্যাকটেরিয়া ও ওজোন গ্যাসের গন্ধ।

৫) প্রশ্নঃ শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় কোন দেশ থেকে?
উত্তরঃ শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে।

৬) প্রশ্নঃ তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত।

৭) প্রশ্নঃ ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ড বাহিনী?
উত্তরঃ ভারতের কমান্ড বাহিনী হলো ব্ল্যাক ক্যাট।

৮) প্রশ্নঃ বাদুড়ের কোন প্রজাতিটি মানুষের রক্ত চুষে খায়?
উত্তরঃ ভ্যাম্পায়ার ব্যাট।

৯) প্রশ্নঃ ছত্রপতি শিবাজীর তরবারির নাম কী ছিল?
উত্তরঃ ছত্রপতি শিবাজীর তরবারির নাম ছিল ভবানী।

Image

১০) প্রশ্নঃ শীতের সময় স্নান করার আগে গায়ে কাঁটা দেয় কেন? 
উত্তরঃ শীতের সময় স্নান করার আগে গায়ে কাঁটা দেয় বা লোম খাড়া হয়ে যায় পাইলোরেকশনের কারণে। বিশেষজ্ঞদের মতে, পাইলোরেক্টর পেশী মানুষের লোমের গোড়ার সঙ্গে সংযুক্ত থাকে, যা সংকুচিত হয়ে যাওয়ার ফলে লোম খাড়া হয়ে যায়। তবে শরীরের লোম খাড়া হওয়া যে কোন আবেগনিত কারণেও হতে পারে।