GK প্রশ্ন : ভারতের কোন প্রধানমন্ত্রীর জন্ম পাকিস্তানে হয়েছিল?

পাকিস্তানে জন্মে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কে?

General Knowledge Quiz : ভারতবর্ষের মাটিতে জন্মেছেন অনেক সম্মানীয় নেতামন্ত্রী। তবে ভারতের দায়িত্ব নিয়েছেন এমন এক প্রধানমন্ত্রী যিনি জন্মেছিলেন পাকিস্তানে। অর্থাৎ ব্রিটিশ ভারতে জন্ম হয় তার, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। আপনি কি জানেন সেই প্রধানমন্ত্রীর নাম? এই প্রতিবেদনে এমনই কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের সবচেয়ে বেশি বাঘ আছে?
উত্তরঃ ভারতবর্ষে সবচেয়ে বেশি বাঘ আছে।

Image

২) প্রশ্নঃ ভারতের ‘ব্যাঙ্কের ব্যাঙ্ক’ কাকে বলা হয়?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ভারতের ‘ব্যাঙ্কের ব্যাঙ্ক’ বলা হয়।

৩) প্রশ্নঃ কোন দেবীকে চার বেদের জননী বলা হয়?
উত্তরঃ দেবী সরস্বতীকে চার বেদের জননী বলা হয়।

৪) প্রশ্নঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ ২০০৬ সালে বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) ভারতের প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক হয়েছিলেন।

Image

৫) প্রশ্নঃ হাঁস ছাড়া দেবী সরস্বতীর অপর একটি বাহনের নাম কী?
উত্তরঃ ময়ূরও দেবী সরস্বতীর বাহন।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মহিলার সবথেকে বেশি নিরামিষ খাবার খান?
উত্তরঃ রাজস্থানের মহিলারা সবচেয়ে বেশি নিরামিষ খাবার খান।

৭) প্রশ্নঃ ভারতের প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল?
উত্তরঃ ১৯০৬ সালের কলকাতার পার্সিবাগানে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

৮) প্রশ্নঃ পৃথিবীর বজ্রপাতের দেশ বলা হয় কাকে?
উত্তরঃ ভুটানকে পৃথিবীর বজ্রপাতের দেশ বলা হয়।

৯) প্রশ্নঃ কোন প্রাণী তার কানকে গরমে পাখার মত ব্যবহার করে?
উত্তরঃ হাতি গরমের সময় তার কানকে পাখার মত ব্যবহার করে।

Manmohan Singh turns 89: Nation marks birthday of former prime minister | Latest News India - Hindustan Times

১০) প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রীর জন্ম পাকিস্তানে হয়েছিল?
উত্তরঃ ১৯৩২ সালে গাহ গ্রামে মনমোহন সিং (Manmohan Singh) জন্মেছিলেন, যা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। যিনি ভারতের ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পদে ছিলেন।