জানেন ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে কেন ঘোরে, এর কোন রহস্য আছে কী

বর্তমানে কাঁটাওয়ালা ঘড়ি এলেও অতীতে মিশরীয়রা প্রকৃতির উপর নির্ভর করে ঘড়ি নির্মাণ করেছিলেন। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের অবস্থানের উপর নির্ভর করে সময় নির্ণয় করতেন। যদিও তারা সঠিক সময় নির্ণয় করতে পারতেন না। পরবর্তীকালে কাঁটা সমেত ঘড়ি এলে নির্ভুল পরিমাপ সম্ভব হয়।

কিন্তু কখনও ভেবে দেখেছেন ঘড়ির কাঁটা উল্টো দিক দিয়ে ঘোরে কেন অর্থাৎ বাম দিক থেকে ডানদিকে; ডানদিক থেকে বাম দিকে নয় কেন? এবার জেনে নেওয়া যাক আসল রহস্যটি কী…

আসলে ইউরোপে প্রথম ঘড়ির মডেল তৈরি হয়েছিল। এবার ইউরোপ মহাদেশ যেহেতু পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত তাই ভৌগোলিক নিয়মে সেখানে সূর্য হেলে থাকে দক্ষিণ দিকে। তাই সূর্য ঘড়ি ব্যবহারের সময় তাতে যে দণ্ড থাকত তার ছায়া বাঁ দিক থেকে ডান দিকে সরে যেত। সেই অনুযায়ী সূর্য ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে ঘোরানোর পদ্ধতি চালু হয়।

এরপর সূর্যঘড়ির বিলুপ্ত হলে এখনো সেই উত্তর গোলার্ধে সূর্যের চলনের উপনির্ভর করে আমরা ঘড়ি দেখি নিয়মিত। তবে মজার বিষয়, যদি ঘড়ির মডেলটি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো দেশে তৈরি হতো তাহলে ঘড়ির কাঁটা বাঁ দিকে ঘুরত। কারণ দক্ষিণ গোলার্ধে সূর্যঘড়ির ডান দিক থেকে বাঁ দিকে ঘোরে।