সলমান খান সর্বদা তার হাতে নীল রঙের ব্রেসলেট পরেন কেন? এর কারণটা চমকে দেওয়ার মতো

জড়িয়ে রয়েছে মরণ-বাঁচনের ব্যাপার! ফাঁস হলো সলমানের হাতে থাকা ব্রেসলেটটির রহস্য

বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan) তার নিজস্ব স্টাইলের জন্য সবসময় পরিচিত। যাকে দেখে অনেকে নকল করতেও বেশ পছন্দ করেন। হাঁটা বা কথা বলার ধরণ, বিইং হিউম্যানের টিশার্ট সব মিলিয়ে নিজস্ব এক ব্র্যান্ড তৈরি করেছেন সলমন। আর তাঁর স্টাইল স্টেটমেন্টে যে জিনিসটা থাকেই থাকে সেটা হল হাতের ব্রেসলেট (Bracelet)।

সলমনের ব্যক্তিত্বের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে এই ব্রেসলেট। নীল রঙা পাথর দিয়ে তৈরি ঢিলেঢালা ব্রেসলেটটি সবসময়ই দেখা যায় অভিনেতার হাতে। এমনকি কোনো ছবিতে অভিনয় করার সময়ও সেটা কাছছাড়া করেন না তিনি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, কী এমন কারণ রয়েছে যার জন্য সর্বক্ষণ ব্রেসলেটটি হাতে পরে থাকেন সলমন?

Image

একবার নিজেই ব্রেসলেট রহস্যের পর্দা ফাঁস করেছিলেন সলমন। এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, কেন সবসময় এই ব্রেসলেটটি হাতে পরে থাকেন। সেই পুরনো ভিডিও সম্প্রতি আবারো ভাইরাল হয়েছে, যেখানে ব্রেসলেট রহস্য উন্মোচন করতে দেখা যাচ্ছে সলমনকে।

সালমান জানান, এমন একটি ব্রেসলেট তিনি ছোটবেলা থেকে নিজের বাবাকে পরতে দেখেছেন। সে সময়ে বাবার ব্রেসলেটটি নিয়ে তিনি খেলতেন। তারপর বড় হয়ে তিনি যখন কাজ শুরু করেন তখন তার বাবা তাকে একই ধরণের ব্রেসলেট এনে দেন। সলমন বলেন, কথিত আছে পৃথিবীতে দু ধরণের লিভিং স্টোন রয়েছে। একটি ‘গিক’ আর অন্যটি তাঁর হাতের ব্রেসলেটের ‘ফিরোজা’।

Image

ভাইজান আরো বলেন, তিনি শুনেছেন এই পাথর যেকোনো নেতিবাচতাকে দূরে রাখে, ফলে পরিধানকারী ব্যক্তি রক্ষা পায়। এটা তাঁর সপ্তম স্টোন বলেও জানান সলমন। বাবার দেওয়া উপহার এবং জড়িয়ে থাকা বিশ্বাস, এই সবকিছুর জন্যই ব্রেসলেটটি সর্বক্ষণ হাতে পরে থাকেন ভাইজান।

সলমনের দেখাদেখি এই ধরণের ব্রেসলেটের চাহিদা বেড়েছে বাজারে। ভাইজান ভক্ত, বিশেষ করে উঠতি বয়সের তরুণদের হাতে হাতে ঘোরে এই ব্রেসলেট। নিজের সঙ্গে সঙ্গে ব্রেসলেটেরও ব্র্যান্ড তৈরি করেছেন সলমন।