Indian Currency: জানেন ভারতীয় নোটে এমন তির্যক লাইন টানা থাকে কেন

Indian Currency: আন্তর্জাতিক মহলে ভারতীয় মুদ্রার শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় মুদ্রা রুপি হিসেবে ব্যবহৃত হয়। ভারতীয় মুদ্রার নোটের প্রান্তে অনেক ধরনের তির্যকলাইন রয়েছে। কিন্তু আমরা শুধু মুদ্রার মূল্য দেখি এবং এর বিনিময়ে পণ্যকে কিনি। তবে আপনি কি কখনো ভেবেছেন, মুদ্রায় এই লাইনগুলোর অর্থ কি?

ভারতের বিভিন্ন মূল্যের নোট ছাপা হয়। ৫ টাকার নোট থেকে ২০০০ টাকার নোট পর্যন্ত ভারতীয় মুদ্রা রয়েছে। আপনি যদি কখনো ভারতীয় নোটগুলি মনোযোগ সহকারে দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এর প্রান্তে অনেকগুলি লাইন আঁকা রয়েছে।  

Image

তবে এই লাইনগুলি নিয়ে কেউ সাধারণত জানার চেষ্টা করে না। ভারতীয় নোটের প্রান্তে মুদ্রিত এই লাইনগুলোকে বলা হয় ব্লিডমার্ক। নোটের মান অনুযায়ী এটি হ্রাস বৃদ্ধি পায়। আসলে নোটের এই লাইনগুলো তৈরি হয়েছে করে অন্ধদের জন্য।

যারা দেখতে পান না তারা এর সাহায্যে নোটের মূল্য বুঝতে পারেন, যাতে কেউ তাদের বোকা বানাতে না পারে। অন্ধ ব্যক্তিরা হাত বুলিয়ে নোটের মূল্য জানতে পারেন। ভারতীয় মুদ্রা নির্মাতারা অন্ধ ব্যক্তিদের সুবিধার জন্যই এই লাইনগুলি তৈরি করেছে। প্রতিটি নোটের মান অনুযায়ী লাইন আছে।

উদাহরণস্বরূপ, আপনি যদি ১০০ টাকার নোট দেখেন তাহলে দেখবেন এর দুপাশে ৪টি লাইন রয়েছে। ২০০ টাকার নোটেও ৪টি লাইন আছে, তবে দুটি শুন্য এর সাথে যুক্ত হয়েছে। ৫০০ টাকার নোটে উভয় পাশে ৫টি লাইন এবং ২০০০ টাকার নোটে ৭টি করে মোট ১৪টি লাইন রয়েছে। যাতে অন্ধরা নোটের মূল্য অনুভব করে বুঝতে পারেন।