কুকুরেরা মাঝরাতে চিৎকার করে ওঠে কেন? এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন

কখনো কখনো কুকুরেরা বাড়ির বাইরে রাত্রে চিৎকার করে ওঠে। যা শুনে অদ্ভুত লাগে এবং ভীত সন্ত্রস্ত হয়। এমনকি এই ধরনের করুণ কণ্ঠস্বর শুনে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে জানেন কি কুকুরের রাত্রে বেলায় এভাবে ভয়ঙ্কর কণ্ঠস্বরে চিৎকার করে ওঠে কেন? এর পিছনে নানান গল্প হয়েছে। অনেকেই আবার বিশ্বাস করে যে ঘরের বাইরে কান্নাকাটি করা খুবই খারাপ ও দুর্ভাগ্য ডেকে আনে। 

Image

প্রাচীনকাল থেকে ধারণা রয়েছে তা হলো কুকুরের রাতের বেলায় যদি বাড়ির সামনে কান্নাকাটি করে তাহলে বাড়ির কারও মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে। এই কথা শুনে স্বাভাবিকভাবে যে কেউ ভয় পেয়ে যাবেন। এছাড়া অনেকেই বিশ্বাস করেন, কুকুরগুলি মাঝরাতে অশরীরী দেখে কেঁদে ওঠে। এমনকি জ্যোতিষ শাস্ত্রেও দাবি করা হয়েছে, কুকুরেরা সব কিছুই স্পষ্ট দেখতে পায়, যা সাধারণ মানুষ নিজের চোখ দিয়ে দেখতে পারে না, তাই তারা কাঁদে। 

তবে বিজ্ঞান বলছে, কুকুরেরা কাঁদে না তবে তারা পালিয়ে যায়। আসলে কুকুরেরা এই ধরনের শব্দ করে থাকে যাতে তার অন্য সঙ্গীকে রাস্তা বা সেই এলাকা থেকে দূরে একটি বার্তা দেয়। এই ভাবেই তারা যোগাযোগ করে। তবে কুকুরও বেদনায় কাঁদে। এছাড়া তাদের শরীরে কোনও সমস্যা থাকলে তখন তারা কান্নাকাটি করে।