কুইজ : ফাঁসি সাজা ঘোষণার পর বিচারক কলমের নিব ভেঙে ফেলেন কেন?

যে কারণে বিচারক ফাঁসি সাজা ঘোষণার পর কলমের নিব ভেঙে ফেলেন?

General Knowledge Quiz : ছাত্র-ছাত্রীদের পাঠ্য বিষয়ের পাশাপাশি জ্ঞানের আরেকটি মাধ্যম হল সাধারণ জ্ঞান। এছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই আপনিও যদি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ও কুইজ গুলো জেনে রাখা উচিত। এই প্রতিবেদনটিতে তেমনই কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের বন্দীরা সর্বোচ্চ বেতন পায়?
উত্তরঃ কর্ণাটকের (Karnataka) জেলের বন্দীরা দেশের মধ্যে সর্বোচ্চ বেতন পান। এখানে দক্ষ শ্রমিকদের (বন্দী) দৈনিক ৫৪৮ টাকা দেওয়া হয়।

২) প্রশ্নঃ কোন ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেয়?
উত্তরঃ লোহিত রক্ত কণিকা (Red blood cells)।

৩) প্রশ্নঃ গৌতম বুদ্ধ অভয়ারণ্য (Gautam Buddha Wildlife Sanctuary) কোথায় অবস্থিত?
উত্তরঃ বিহার রাজ্যে।

৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গার শাখানদী পদ্মার উৎপত্তি হয়েছে?
উত্তরঃ মুর্শিদাবাদ জেলায়।

৫) প্রশ্নঃ ভারতের ইকো ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান কোনটি?
উত্তরঃ সুন্দরবন (Sundarbans)।

৬) প্রশ্নঃ মানবজাতির পক্ষে ওজন স্তর গুরুত্বপূর্ণ কেন?
উত্তরঃ এটি অতিবেগুনি রশ্মির (UV rays) বিরুদ্ধে আচ্ছেদান হিসেবে কাজ করে।

৭) প্রশ্নঃ কোন গ্যাসটি ‘লাফিং গ্যাস’ (Laughing Gas) নামে পরিচিত?
উত্তরঃ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়।

৮) প্রশ্নঃ কৃষি ক্ষেত্রে জৈব পদার্থ পচনের ফলে কোন গ্যাস সৃষ্টি হয়?
উত্তরঃ মিথেন।

৯) প্রশ্নঃ মৈত্রী এক্সপ্রেসের (Maitri Express) দ্বারা ভারতের সাথে কোন দেশ যুক্ত হয়েছে?
উত্তরঃ মৈত্রী এক্সপ্রেস ভারতে ও বাংলাদেশকে যুক্ত করেছে, যা কলকাতা ও ঢাকার মধ্যে চলাচল করে।

১০) প্রশ্নঃ ফাঁসি সাজা ঘোষণার পর বিচারক কলমের নিব (Pen’s Nib) ভেঙে ফেলেন কেন?
উত্তরঃ বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ড হল কঠোরতম শাস্তি। কোনও একটি কলম দিয়ে একবার মৃত্যুদণ্ডের সাজা লিখে ফেলার পর বিচারকরা ওই কলম দিয়ে ভবিষ্যতে আর কোনও বিচারের কাজ করতে চান না কারণ ওই কলমকে ‘অশুচি’ বলে মনে করা হয়। আসলে কারও জীবন কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে অশুভ ভাবা হয়।