রাবণ সীতাকে বন্দী রেখেও কখনো স্পর্শ করেননি কেন? কারণ জানলে অবাক হবেন

যে কারণে রাবণ সীতাকে বন্দি রেখেও স্পর্শ করেননি?

General Knowledge Quiz : রামায়ণের গল্পগুলি আমাদের কমবেশি সকলের জানা। কিন্তু এমন অনেক তথ্য রয়েছে যেগুলো অবাক করে তোলে। এর মধ্যে তেমন একটি হলো রাবণ সীতাকে বন্দী রেখেও কখনো স্পর্শ করেননি কেন? এই প্রশ্নের উত্তর জানা আছে কি? যাইহোক এই প্রতিবেদনে তেমনি কয়েকটি অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ জানেন কোন সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল?
উত্তরঃ ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল।

২) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন এবং তিনি কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন?
উত্তরঃ ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু (Sarojini Naidu), যিনি উত্তরপ্রদেশ রাজ্যের গভর্নর হয়েছিলেন।

৩) প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক জনবহুল শহর কোনটি?
উত্তরঃ সমগ্র বিশ্বে টোকিও (Tokyo) শহরে জনসংখ্যা সবচেয়ে বেশি।

৪) প্রশ্নঃ ভারতের কোন শহরকে ‘বিরিয়ানির বিশ্ব রাজধানী’ বলা হয়?
উত্তরঃ ‘বিরিয়ানির বিশ্ব রাজধানী’ বলা হয় হায়দ্রাবাদ শহরকে।

৫) প্রশ্নঃ ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি কবে ছাপা হয়েছিল?
উত্তরঃ ১৯৬৯ সাল থেকে ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়।

৬) প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহটির একদিন এক বছরের সমান?
উত্তরঃ শুক্র গ্রহের একদিন এক বছরের সমান।

৭) প্রশ্নঃ চক্ষুদানের সময় চোখের কোন অংশটি নেওয়া হয়?
উত্তরঃ চক্ষুদানের সময় চোখের কর্নিয়া অংশটি নেওয়া হয়।

৮) প্রশ্নঃ কোন ফুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে?
উত্তরঃ আসলে সূর্যমুখী ফুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে।

৯) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে পছন্দের রঙ কোনটি জানেন?
উত্তরঃ বিশ্বের সবচেয়ে পছন্দের রঙ হলো নীল।

Image

১০) প্রশ্নঃ রাবণ সীতাকে বন্দী রেখেও কখনো স্পর্শ করেননি কেন?
উত্তরঃ সীতাকে হরণ করার পর রাবণ তার প্রাসাদের বাইরে অশোক ভাটিকায় রেখেছিলেন, কিন্তু কখনো স্পর্শ করেননি। আসলে, রাবণ তার ভাইয়ের ভাবি পুত্রবধূ রম্ভাকে জোরপূর্বক ধর্ষণ করেছিলেন। এরপর রাবণ অভিশাপ পান যে কোন নারীকে তার সম্মতি ছাড়া স্পর্শ করলে তার মাথা ১০০ টুকরো হয়ে যাবে। এই অভিশাপের কারণেই রাবণ মা সীতাকে বন্দী রেখেও স্পর্শ করতে পারেননি।