কখনো ভেবেছেন ব্লেডের মাঝে এরকম ফাঁক থাকে কেন? ৯০% মানুষের অজানা

Blade Shape: দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক জিনিস ব্যবহার করি যেগুলো ছাড়া কোন কাজ করতে অনেক সময় লাগে, কিন্তু সেসব জিনিস ব্যবহার করে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যায়। এরকমই একটি জিনিস হল ব্লেড। এর ফলক খুবই ধারালো, যার সাহায্যে অনেক কিছুই করা যায়।

কেউ কেউ দাড়ি-গোঁফ সহ শরীরের অন্যান্য লোম পরিষ্কার করতে ব্লেড ব্যবহার করেন। তাই এই জিনিসটি প্রতিটি বাড়িতেই পাওয়া যায়। তবে ব্লেড কোম্পানিগুলি আলাদা হলেও সব ব্লেড গুলিকেই দেখতে একই রকম হয়। কিন্তু কখনো ভেবেছেন ব্লেডের মাঝে এরকম ফাঁক রাখা হয় কেন? 

Image

ব্লেড আবিষ্কারের পর থেকে ব্লেডের মাঝে ফাঁক রয়েছে। গোটা বিশ্বে অনেক ব্লেড কোম্পানি রয়েছে, কিন্তু কখনো ব্লেডের নকশা পরিবর্তন হয়নি। শুধুমাত্র শেভ করার জন্য ১৯০১ সালে জিলেট কোম্পানির প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট উইলিয়াম নিকার্সনের সহায়তায় ব্লেড তৈরি করেছিলেন।

এরপর জিলেট কোম্পানি ব্লেডের পেটেন্ট নেয়। ১৯০৪ সাল থেকে পুরোদমে ব্লেড তৈরি শুরু হয়।সেই সময় শুধু শেভিং এর জন্যই ব্লেড ব্যবহার করা হতো। তবে ব্লেডের মাঝখানে এমন নকশা করা হয়েছিল যাতে শেভিং রেজারে ভালোভাবে ফিট হয়।

Image

পরবর্তীকালে অনেক কোম্পানি ব্লেড তৈরি শুরু করে, কিন্তু সেই সময় একমাত্র জিলেট কোম্পানিই রেজার তৈরি করত। ফলে সব কোম্পানিগুলিই জিলেটের নকশা অনুযায়ী ব্লেড তৈরি করত। কারণ অন্য কোনও ডিজাইনের ব্লেড তৈরি করা হলে তা শেভিং রেজারে ফিট নাও হত। 

জেনে অবাক হবেন, ১৯০৪ সালের শেষের দিকে জিলেট কোম্পানিটি প্রায় ৯০ হাজার রেজার এবং ১ কোটি ২৪ লাখ ব্লেড বিক্রি করে। এমন মুনাফা লাভের দিকে তাকিয়ে অন্যান্য কোম্পানিগুলিও এই ব্যবসায় ঝাঁপিয়ে পড়ে। তারাও ব্লেড বানাতে শুরু করে, কিন্তু রেজারের কোনও পরিবর্তন হয়নি। তাই আজও বেশিরভাগ ব্লেডে একই রকম নকশা দেখা যায়।