জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোম্পানির ফোন ব্যবহার করেন

Narendra Modi: কাউকে যদি প্রশ্ন করা হয় নরেন্দ্র মোদী কোন ফোন (Phone) ব্যবহার করেন, তাহলে অধিকাংশই বলবেন আইফোন (iPhone)। কেননা তার হাতে বিভিন্ন সময়ে এই ফোনটায় দেখা গেছে। এটাও সত্যি বেশিরভাগ সময়েই তার হাতে আইফোনের বিভিন্ন মডেল থাকে।

তাহলে আপনিও নিশ্চয়ই ভাবছেন, প্রধানমন্ত্রী ব্যবহার আইফোন ব্যবহার করেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। প্রধানমন্ত্রীর হাতে ফোন দেখা গেলেও আসলে তিনি আইফোন বা অন্য কোন স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন না।

Image

জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী কোন স্মার্টফোন ব্যবহার করতেই পারেন না, নিরাপত্তা জনিত কারণে। একজন রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে তার জন্য স্মার্টফোন ব্যবহার করা মোটেই সুবিধার নয়। তবে এমনও নয় যে প্রধানমন্ত্রীর কাছে কোনও ফোন নেই। তবে তিনি যে ফোনটি ব্যবহার করেন, তাতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়। বিশেষভাবে তৈরি করা হয় সেই ফোন। তাহলে কী ধরনের ফোন ব্যবহার করেন তিনি? 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যাটেলাইট বা রেস্ট্রিকটেড এরিয়া এক্সচেঞ্জ (RAX) ফোন ব্যবহার করেন। দেশের প্রধানমন্ত্রীর মতো বিশিষ্ট ব্যক্তিদের জন্য এই ধরনের ফোন তৈরি করা হয়। এই ফোন ট্রাক বা হ্যাক করা কোনভাবেই সম্ভব নয়।

Image

সেনাবাহিনীর বার্তা আদান-প্রদানের জন্য যে তরঙ্গ ব্যবহার করা হয়, সেই তরঙ্গই এই ফোনে কাজ করে। NTRO এবং ডেইটি নামক নিরাপত্তা সর্বক্ষণ নজরদারি চালায় এই ফোনের উপর। 

Image

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী তার দপ্তর থেকে যে স্যাটেলাইট ফোন নম্বর ব্যবহার করেন সেটাও ট্রিপল সিকিউরিটিতে মোড়া রয়েছে। অন্য যাবতীয় কথাবার্তার জন্য মোদী তার প্রিন্সিপাল সেক্রেটারির ফোন ব্যবহার করেন।