GK প্রশ্ন : মৃতদেহের পায়ের দুটো বুড়ো আঙুল একসাথে বেঁধে দেওয়া হয় কেন?

যে কারণে মৃতদেহের পায়ে দুটো আঙুল বেঁধে দেওয়া হয়?

General Knowledge Quiz : জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে! সুতরাং জন্মালে মৃত্যু অনিবার্য। কিন্তু মৃত্যুর পরবর্তী এমন অনেক রীতিনীতি পালন করা হয় যা কিছু বিস্ময়কর হয়ে থাকে। অনেক মৃতদেহের পায়ের দুটো বুড়ো আঙুল বেঁধে দেওয়া হয়, কিন্তু কেন জানেন? এই প্রতিবেদনে এমনই কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, এবার দেখে নিন।

১) প্রশ্নঃ হাঁস নাকি মুরগির ডিম বেশি পুষ্টিকর?
উত্তরঃ হাঁসের ডিম বেশি পুষ্টিকর।

Image

২) প্রশ্নঃ বাতাসে অক্সিজেনের পরিমাণ দ্বিগুণ হয়ে গেলে পোকামাকড়ের মধ্যে কি পরিবর্তন হবে?
উত্তরঃ পোকামাকড়ের আকার বৃদ্ধি পেয়ে পাখির মত হয়ে যাবে।

৩) প্রশ্নঃ মৃত্যুর পরেও আমাদের চোখ কতক্ষণ কাজ করে?
উত্তরঃ প্রায় ছয় ঘন্টা আমাদের চোখ মৃত্যুর পরেও কাজ করে।

৪) প্রশ্নঃ পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়?
উত্তরঃ আমাজনের জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়।

৫) প্রশ্নঃ ভারতবর্ষের কোন রাজ্য কোনদিন ইংরেজদের গোলাম হয়নি?
উত্তরঃ গোয়া রাজ্যটি ইংরেজদের কখনোই গোলাম হয়নি।

৬) প্রশ্নঃ ভারতের রুটির ঝুড়ি বলা হয় কাকে?
উত্তরঃ পাঞ্জাব হরিয়ানাকে ভারতের রুটি ঝুড়ি বলা হয়।

৭) প্রশ্নঃ কোন দেশের বিড়ালদের লেজ থাকে না?
উত্তরঃ ম্যানদ্বীপের বিড়ালের লেজ থাকে না।

৮) প্রশ্নঃ ভগবান রামের বোনের নাম কী?
উত্তরঃ ভগবানের রামের বোনের নাম হল শান্তা।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে?
উত্তরঃ বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড আছে সুদানে।

Image

১০) প্রশ্নঃ মৃতদেহের পায়ের দুটো বুড়ো আঙুল একসাথে বেঁধে দেওয়া হয় কেন?
উত্তরঃ কথিত আছে, আগেকার দিনে শ্মশান থেকে মরা উঠে পালাতো, আবার খাটুলিতে উঠে বসত। এসব গল্প আমরা সবাই শুনেছি। মনে হয় এই কারণেই পায়ের বুড়ো আঙ্গুল দুটো বেধে দেওয়া হয় যাতে মৃতদেহ পালাতে না পারে। যদিও এসব অলীক কল্পনা।