সীমান্তরক্ষীদের চুল সবসময় ছোট করে কাটা হয় কেন? জানলে গর্বিত হবেন

Soldier Haircut: আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশের সেনাবাহিনীর চুল কাটার ধরন প্রায় একই এবং খুবই ছোট করে কাটে, যাকে লোকেরা মিলিটারি কাট বলে। এখন প্রশ্ন হল এই সৈন্যের দল ছোট করে চুল কাটে কেন, এই নিয়ে লোকেরা প্রায় আলোচনা করে। প্রথমত জানিয়ে রাখি, সৈন্যরা ছোট করে চুল রাখেন কোনও স্টাইল বা ফ্যাশনের জন্য নয়, দেশের নিরাপত্তার কথা ভেবে। 

১) দেশের বীর সৈনিকদের সব সময় চুল ছোট করে কাটা দেখবেন। আসলে সীমান্তরক্ষীদের বেশিরভাগ সময় সীমান্তে বা যুদ্ধক্ষেত্রে যেতে হয়। এই সময় তাদের মাথায় বিভিন্ন গ্যাজেটসহ হেলমেট পরতে হয়। এই পরিস্থিতিতে বড় চুল সমস্যা করতে পারে, তাই ছোট করে চুল কাটার এটি অন্যতম কারণ।

Image

২) সৈনিকরা যখন বন্দুক দিয়ে কোন কিছুকে টার্গেট করে, তখন তাদের অনেক ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু এই পরিস্থিতিতে যদি বড় চুল চোখের মাঝখানে চলে আসে তাহলে অসুবিধা সৃষ্টি করবে এবং এতে সৈনিকের পাশাপাশি দেশের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

৩) চুল বন্দুকের ক্ষতি করতে পারে! শুনে অবাক হলেন তো হ্যাঁ এটাই সত্যি। অনেক সময় বড় চুল বন্দুকের মধ্যে ঢুকে গেলে তা খারাপ হয়ে যেতে পারে। সম্ভবত এই কারণেই যদি কখনো সৈনিকের চুল একটুও বেড়ে যায়, অফিসাররা সঙ্গে সঙ্গে তাকে ছোট করে চুল কাটার নির্দেশ দেন।

Image

৪) এছাড়াও সৈনিকদের ঘন্টার পর ঘন্টা রোদে কাটাতে হয়। তাই ঘাম ও ধুলোবালির কারণে চুলে অনেক সমস্যা তৈরি হয়। তাই এমন পরিস্থিতিতে যাতে তাদের গরম না লাগে, তাই তাদের ছোট করে চুল কাটা হয়।

৫) বড় চুল তাড়াতাড়ি শুকায় না, ফলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আসলে সৈন্যদের প্রায় নদী-নালা এবং বৃষ্টির মুখোমুখি হতে হয়। যেহেতু সৈনিকদের সবসময় সুস্থ ও সবল থাকতে হয় তাই ঠান্ডা লাগার সমস্যা এড়ানোর জন্যই তারা চুল ছোট করে কাটেন।