কতগুলো পারমাণবিক বোমা পৃথিবীকে ধ্বংস করতে যথেষ্ট, উত্তর মিলল গবেষণায়

Nuclear attack: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বেড়েই চলেছে। আর গোটা বিশ্ব জানে এমন পরিস্থিতিতে যুদ্ধ শুরু হলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে। যদি পরমাণু যুদ্ধ হয় তাহলে এখনো পর্যন্ত যে পরিমাণ পারমানবিক বোমা মজুত আছে, তার কিছু পরিমাণই গোটা পৃথিবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট। গোটা বিশ্বে ৩৫০০ এর বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এখন প্রশ্ন হল গোটা বিশ্বকে ধ্বংস করতে কয়টি পারমাণবিক অস্ত্রের প্রয়োজন? এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Image

বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। এরপরেই রয়েছে আমেরিকা এবং তারপরে ভারত, চীন, ফ্রান্স, ব্রিটেন, পাকিস্তান, ইজরায়েল এবং উত্তর কোরিয়া। এই ৯টি দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমার নিক্ষেপ করার ফলে যে চিত্র গোটা বিশ্বের কাছে ধরা পড়েছিল, এবার তা দিয়েই অনুমান করা যাক। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে। হিরোশিমায় প্রথম বিস্ফোরণ ঘটে, এই পরমাণু হামলায় তাপমাত্রা তাৎক্ষণিকভাবে এক মিলিয়ন সেন্টিগ্রেডে উঠে যায়। এরপর নাগাসাকিতে আক্রমণ করা হয়। এতেও আগুন ও প্রচন্ড উত্তাপে সবকিছু ধ্বংস হয়ে যায় এবং যারা বেঁচে গিয়েছিল, পরে বিকিরণজনিত রোগের কারণে তারা মারা যায়।

Image

পরমাণু বিস্ফোরণ ঘটলেই ১০ সেকেন্ডেরও কম সময়ে সেই এলাকা এবং জমি দাউ দাউ করে জ্বলতে থাকে। এই আগুনের তেজ এতটাই যে চারিদিকে সাদা আভা তৈরি হয়। পারমাণবিক বিস্ফোরণ অগ্নুৎপাতের চেয়েও বেশি তাপ উৎপন্ন করে এবং এর বিকিরনের প্রভাব খুবই মারাত্মক। এছাড়া এর থেকে গামা রশ্মি বের হয়, এটি শরীরের যে অংশে পড়বে তা মুহূর্তেই পুড়িয়ে দেবে। 

১৯৪৫ সালে ধ্বংসযজ্ঞের পর মোট কয়টি পরমাণু বিশ্বকে ধ্বংস করতে পারে তা নিয়ে ক্রমাগত গবেষণা করা হচ্ছে। আমেরিকার লস আলামোস ন্যাশনাল ল্যাবের গবেষণায় দাবি করা হয়েছে, মাত্র ১০০টি পারমাণবিক বিস্ফোরণ এই পৃথিবীকে ধ্বংস করতে যথেষ্ট। এর ফলে অনেক মানুষ মুহূর্তেই ধোঁয়ায় পরিণত হবে এবং বাকিরা বিকিরনের কারণে মারা যাবে। জল, স্থল ও বায়ু বিষাক্ত হয়ে উঠবে। এরপরও যদি কেউ বেঁচে যায় তাহলে তারা ক্ষুদার কারণে এবং ক্যান্সার ও জেনেটিক রোগে মারা যাবে।