GK প্রশ্ন : শীতকালে বেশি বিয়ে হয় কেন? কারণ জানলে অবাক হবেন

যে কারণে শীতকালে বেশি বিয়ে হয়?

General Knowledge Quiz : শীতকাল আসা মানে বিয়ের মরসুম শুরু হওয়া। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মিম দেখা যায়। তবে জানেন কি শীতকালে বেশি বিয়ে হয় কেন? এই প্রশ্নের উত্তর না জানলে এমনই কিছু অজানা তথ্য এই প্রতিবেদনে নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ পুরো পৃথিবীতে কোন শস্য সবথেকে বেশি চাষ করা হয়?
উত্তরঃ সবচেয়ে বেশি চাষ হয় ধান।

২) প্রশ্নঃ আমরা জন্মগতভাবে দুটি ভয়কে নিয়ে জন্মগ্রহণ করি, এই দুটি ভয় কি কি?
উত্তরঃ জোরালো শব্দ আর পড়ে যাওয়ার ভয়।

৩) প্রশ্নঃ কোন দেশের পতাকায় গাছের পাতা ছবি থাকে?
উত্তরঃ কানাডার পতাকায় ম্যাপেল গাছের পাতার ছবি থাকে।

Image

৪) প্রশ্নঃ কোন দেশের মানুষদের ফিরিঙ্গি বলা হয়?
উত্তরঃ পর্তুগিজদের ফিরিঙ্গি বলা হয়।

৫) প্রশ্নঃ ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয়?
উত্তরঃ পেঁপেকে ভিটামিনের রাজা বলা হয়।

৬) প্রশ্নঃ থাইল্যান্ডে রামায়নকে কি বলা হয়?
উত্তরঃ থাইল্যান্ডে রামায়ণকে রামকিয়েন বলা হয়, যা সে দেশের জাতীয় গ্রন্থ।

৭) প্রশ্নঃ বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশের নাম কি?
উত্তরঃ বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশের নাম হলো ভুটান।

৮) প্রশ্নঃ কোন দেশকে মিনি পাঞ্জাব বলা হয়?
উত্তরঃ কানাডাকে মিনি পাঞ্জাব বলা হয়, কারণ সে দেশে অনেক প্রবাসী পাঞ্জাবি বাস করেন।

৯) প্রশ্নঃ মানুষের শরীরের সবথেকে বড় হাড়টির নাম কী?
উত্তরঃ মানুষের শরীরের সবথেকে বড় হাড়টির নাম ফিমার, যা উরুতে অবস্থিত।

Image

১০) প্রশ্নঃ শীতকালে বেশি বিয়ে হয় কেন?
উত্তরঃ প্রথমত, শীতকালে বিয়ে করলে অন্য ঋতুর চেয়ে কষ্ট কম হয়, দ্বিতীয়ত, শীতের মরসুমে অনেক বেশি শুভদিন থাকে। তৃতীয়ত, এই সময় ফুল ও সবজির দামও কম হয় ও এমনকি শীতকালে বেশি খাওয়া-দাওয়া করলেও হজম হয়ে যায় এবং চতুর্থত ঠান্ডায় মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।