GK প্রশ্ন : জানেন বাঙালির পদবী কোন রাজাদের আমল থেকে শুরু হয়েছিল?

কোন রাজারা প্রথম পদবী ব্যবহার শুরু করেছিল?

General Knowledge Quiz : পদবী এমন একটা জিনিস যা মানুষের জাতপাত ধর্ম ইত্যাদিকে বোঝায়। তবে জানেন কি বাঙালিদের পদবী কোন রাজাদের আমল থেকে শুরু হয়েছিল? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ কোন প্রাণীর লেজ কেটে গেলে সে আর চলতে পারবে না?
উত্তরঃ আসলে ক্যাঙ্গারু তার লেজের সাহায্যে চলাফেরা করে।

Image

২) প্রশ্নঃ ভারতের পর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে?
উত্তরঃ ব্রাজিল দেশের মানুষরা।

৩) প্রশ্নঃ ওয়াং-ছু কোন নদীর অপর নাম?
উত্তরঃ রাইডাক নদীর অপর নাম ওয়াং-ছু।

৪) প্রশ্নঃ কোন প্রাণী জিভের রং কালো?
উত্তরঃ জিরাফের জিভের রং কালো।

৫) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া মূলত ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন।

৬) প্রশ্নঃ কোন দেশের নর্দমাগুলি এতটাই পরিষ্কার যে সেখানে রঙিন মাছ দেখা যায়?
উত্তরঃ জাপান দেশের নর্দমাগুলি এতটাই পরিষ্কার যে সেখানে রঙিন মাছ দেখতে পাওয়া যায়।

Image

৭) প্রশ্নঃ সুন্দরবনে মোট কতগুলি দ্বীপ আছে?
উত্তরঃ সুন্দরবনে মোট ১০২টি দ্বীপ আছে

৮) প্রশ্নঃ আমাদের চোখ কোন রঙ সবথেকে ভালো দেখতে পায়?
উত্তরঃ আমাদের চোখ হলুদ রঙ সবথেকে ভালো দেখতে পায়।

৯) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকায় সবুজ রঙটি কিসের প্রতীক?
উত্তরঃ ভারতের জাতীয় পতাকার সবচেয়ে নিচের রঙটি হল সবুজ। আর এই সবুজ হল কর্মশক্তি ও আশার প্রতীক।

১০) প্রশ্নঃ জানেন বাঙালির পদবী কোন রাজাদের আমল থেকে শুরু হয়েছিল?
উত্তরঃ আসলে মধ্যযুগে বাংলা তথা বেশ কিছু রাজ্য জুড়ে সেন বংশের রাজত্ব ছিল আর সেন রাজারা ব্যক্তিদের কর্ম অনুসারে পদবী নির্ধারণ করা শুরু করেছিল। যেমন : যারা ধানচাল মজুদ করে রাখত তাদের মজুমদার বলা হত। আর যারা এসব ওজন করত তাদের কয়াল বলা হত।