কখনও ভেবেছেন বাড়ির টিনগুলি ঢেউ খেলানো আকৃতির হয় কেন

শহর হোক কিংবা গ্রাম আজকাল অধিকাংশ বাড়িগুলি পাকা তবে কিছু কিছু জায়গায় এখনও টিনের চাল দেখা যায়। তবে কখনো ভেবেছেন টিনের চালগুলি ঢেউ খেলানো আকৃতির হয় কেন? অনেকেই ভেবেছেন এটা বিশেষ কোনো ডিজাইন বা দেখতে সুন্দর লাগে সেই কারণে। কিন্তু এমনটা না এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ।

টিনের প্রধান উপাদান এন্টিমনি এবং ইন্ডিয়াম। ঘরের চালের জন্য নরমাল টিন (প্লেইন) ব্যবহার করলে তা অতটা মজবুত হয় না। যখন ঢেউ খেলানো টিন ব্যবহার করা হয় তখন তা প্লেইন টিনের চাইতে মজবুত হয়। এতে কোন কিছুর ভর এক জায়গায় না পড়ে চারিদিকে ছড়িয়ে যায়। এর ফলে টিন এর মজবুতিও বৃদ্ধি পায়। কারন নরমাল টিনের ক্ষেত্রে এক ফুট জায়গায় ১ ফুট টিন লাগে, আর ঢেউ খেলানোর টিনের ক্ষেত্রে ১ ফুটের জায়গায় দুই ফুট টিন লাগে।

Image

বাড়ি ঘর তৈরিতে যে সব টিন ব্যবহার করা হচ্ছে তা অবশ্যই মজবুত এবং টেকসই হতে হবে। এই কারণেই টিন যেন মজবুত হয় এবং প্রাকৃতিক দুর্যোগ সহনশীল হয়, সেজন্য টিনকে ঢেউ খেলানোর মতো বিশেষ আকৃতিতে তৈরি করা হয়।

এছাড়াও বৃষ্টির জল কোনভাবেই আটকায় না আর বৃষ্টির জল পড়ার সময় যেন এলোমেলোভাবে না পড়ে ঢেউ এর মধ্য দিয়ে পড়লে তা দেখতে সুন্দর লাগে এবং বাড়ির এর সৌন্দর্য বৃদ্ধি পায়।

এছাড়াও ঢেউ খেলানো আকৃতির ফলে টিনের চালের ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে ফিরে যায়। ফলে টিনের ঘর গরমকালে ঠান্ডা থাকে। ঢেউ খেলানো টিন দেখতেও সুন্দর লাগে। এসব কারণে টিনের চাল ঢেউ খেলানো আকৃতিতে তৈরি করা হয়।