গাড়ির ‘নম্বর প্লেট’ বিভিন্ন রঙের হয় কেন? প্রতিটা রঙের আলাদা অর্থ রয়েছে

Vehicle Number Plate: আমরা প্রায়শই রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন দেখি এবং তাদের নাম্বার প্লেট গুলিও ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে। কিন্ত কখনও কী ভেবে দেখেছেন নম্বর প্লেট বিভিন্ন রঙের হওয়ার কারন কী? তাহলে আজ এই বিষয়ের ওপর আলোকপাত করা যাক। আসলে আমাদের ভারতে পাঁচ রঙের নাম্বার প্লেট ব্যবহার করা হয়, যা সাদ, হলুদ, নীল, কালো ও লাল। এবার প্রতিটি রঙের কোন অর্থ রয়েছে জেনে নেওয়া যাক…

সাদা: সবার প্রথমে গাড়ির সাদা রঙের নাম্বার প্লেট সম্পর্কে জেনে নেওয়া যাক। যে যানবাহনে সাদা রঙের নাম্বার প্লেট থাকে তা সাধারণভাবে ব্যাক্তিগত ভাবে ব্যবহার করা হয়। সাদা নম্বর প্লেট আছে তা কখনই বাণিজ্যিক ব্যবহারের জন্য ব্যবহার করা যাবে না। সাদা নম্বর প্লেটে কালো রঙের নম্বর লেখা থাকে।

Image

হলুদ: এবার জানা যাক হলুদ রঙের নাম্বার প্লেটের সম্পর্কে। এটি কখনই ব্যাক্তিগতভাবে ব্যাবহার করা যায় না। হলুদ নম্বরের প্লেট স্বাভাবিকভাবে ট্যাক্সি বা ট্রাকে হলুদ নম্বর প্লেট লাগানো থাকে। এর অর্থ হল সেগুলি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। এতেও কালো রঙের সংখ্যা লেখা থাকে।

Image

নীল: নীল রঙের নাম্বার প্লেট সাধারণত দেশের রাজধানী দিল্লির মত শহরের যানবাহনে দেখা যায়। বিদেশি দূতাবাস বা জাতিসংঘ মিশনে চলাচলকারী যানবাহনে এ ধরনের নম্বর প্লেট ব্যবহার করা হয়ে থাকে। নীল নম্বর প্লেটে সাদা অক্ষরে লেখা থাকে।

Image

কালো: বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে কালো রঙের নম্বর প্লেট ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই যানবাহন অন্য কারো ব্যবহারের জন্য। আপনি যে কোনও হোটেলের বাইরে এই ধরনের নম্বর প্লেটের গাড়ি পাবেন।

Image

লাল: লাল রঙের নম্বর প্লেট দেশের যে কোনও উচ্চ পদস্থ ব্যক্তি অর্থাৎ গভর্নর বা রাষ্ট্রপতির গাড়িতে লাগানো হয়। এদের লাইসেন্স থাকে না। তারা সরকারিভাবে এসব ব্যবহার করেন। তাদের গায়ে সাদা বা সোনালী রঙের সংখ্যা লেখা থাকে। এর সঙ্গে অশোক চক্রও থাকে।