জানেন হোটেলে বিছানার চাদর ও বালিশের কভার সাদা রঙের হয় কেন

হোটেলে থাকেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে কখনো লক্ষ্য করেছেন হোটেলের বিছানার চাদর এবং বালিশের কভার সব সময়ই সাদা রঙের হয় কেন। আপনি হয়ত ভাবছেন এ আবার কি কথা! কিন্তু এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ।

৯০ দশকের শুরুতে আমেরিকা, ইউরোপের মত নামি হোটেল গুলিতে সাদা চাদর বালিশ ব্যবহার করা হতো। আসলে সাদা চাদর, বালিশ হোটেলের অতিথিদের মনে পরিচ্ছন্নতার অনুভূতি তৈরি করে। এর পাশাপাশি মানসিক তৃপ্তি এনে দেয়। পরবর্তীকালে সবাই এই পন্থা অনুসরণ করতে শুরু করেন।

Image

আসলে সাদা রঙের আলোর প্রতিফলন অনেক বেশি। তাই হোটেল গুলোতে সাদা রঙ ব্যবহার করার ফলে আরো অনেক উজ্জ্বল বলে মনে হয়। এছাড়া সাদা চাদর, বালিশ বা পর্দা ময়লা হলে পরিষ্কার বোঝা যায় এবং ধুয়ে নেওয়া যায়। এছাড়া সাদা রঙ যে দেখতে ভালো লাগে তা বলার আর অপেক্ষা রাখে না।

এদিকে হোটেলের ঘর গুলোর দেয়ালের রঙ ঘনঘন পাল্টানো সম্ভব নয়। ঘরের দেয়ালের রঙের সঙ্গে বিছানার চাদর বালিশ বা পর্দার রং না মিললে দেখতেও ভালো লাগে না। তাছাড়া ঘন ঘন মানানসই রঙের চাদর বালিশ আর পর্দা পাওয়াও মুশকিল। তাই সাদা রঙের চাদর বালিশ বা পর্দা ব্যবহারে এই সমস্যাগুলির সমাধান অনায়াসে হতে পারে।

এছাড়াও এই মতাদর্শ হোটেল ব্যবসায় আমূল পরিবর্তন এনে দিয়েছে। সামান্য চাদর বালিশের রঙ হোটেল ব্যবসার ক্ষেত্রে অতিথিদের ভাবনা চিন্তায় অনেকটাই প্রভাব পড়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তে নামিদামি হোটেল গুলিতে এমন আরও খুঁটিনাটি বিষয়গুলি মাথায় রেখে ব্যবহার করা হয় সাদা রঙের চাদর ও বালিশ।