GK কুইজ: এমন কোন জিনিস যে দেয় সে বলেনা, যে নেয় সে জানেনা আর যে জানে সে নেয় না?

যে দেয় সে বলেনা, যে নেয় সে জানেনা আর যে জানে সে নেয় না, সেটা কী?

General Knowledge Quiz: ইন্টারভিউ হোক বা লিখিত পরীক্ষায় আজকাল এমন কিছু প্রশ্ন দেখা যায় যা শুনে মানুষকে ভাবিয়ে তোলে। তবে আপনি বই পড়ে যতই জ্ঞান অর্জন করুন না কেন, এই ধরনের প্রশ্নের উত্তর বইতে পাবেন না, উপস্থিত বুদ্ধি ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই উত্তর দিতে হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ ভারতের কোন দুটি শহরকে ‘যমজ শহর’ বলা হয়?
উত্তরঃ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ।

২) প্রশ্নঃ পাটনা শহরটি প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল?
উত্তরঃ পাটলীপুত্র।

৩) প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারী।

৪) প্রশ্নঃ ‘স্বাধীনতা আমার জন্মগত অধিকার’ এই বিখ্যাত উক্তিটি কার?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।

৫) প্রশ্নঃ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ রিখটার স্কেল।

৬) প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?
উত্তরঃ তিব্বতের কৈলাস পর্বতের পূর্ব ঢাল থেকে।

৭) প্রশ্নঃ কোন ভারতীয় চলচ্চিত্র বিশেষ পুরস্কার অস্কারে সম্মানিত হয়েছিল?
উত্তরঃ সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী।

৮) প্রশ্নঃ ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় কে ছিলেন?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।

৯) প্রশ্নঃ কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) কবে পালিত হয়?
উত্তরঃ কার্গিল বিজয় দিবস প্রতি বছর ২৬শে জুলাই কার্গিল যুদ্ধের বীরদের সম্মানে পালিত হয়।

১০) প্রশ্নঃ ‘ভারতের হলিউড’ (Hollywood) বলা হয় কোন শহরকে?
উত্তরঃ মুম্বাইকে।

১১) প্রশ্নঃ ভারত নামের উৎপত্তি প্রাচীন যুগের কোন প্রতাপশালী রাজার সাথে সম্পর্কিত?
উত্তরঃ ভরত চক্রবর্তী (Bharat Chakraborty)

১২) প্রশ্নঃ ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি?
উত্তরঃ ব্রহ্মপুত্র (Brahmaputra)

১৩) প্রশ্নঃ ভারতের ইংরেজি নাম ‘ইন্ডিয়া’ কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ সিন্ধু শব্দ থেকে।

১৪) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তরঃ ৩:২

১৫) প্রশ্নঃ  দেয় সে বলেনা, যে নেয় সে জানেনা আর যে জানে সে নেয় না
উত্তরঃ জাল নোট বা ছেঁড়া নোট (Fake Notes)।