GK : জানেন ৪০০ বছর আগে কে প্রথম বাংলায় ‘দুর্গাপূজা’ চালু করেছিলেন?

কে প্রথম বাংলায় দুর্গাপূজা চালু করেছিল জানেন?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞান এমন এক বিষয় যার নির্দিষ্ট কোন সীমা নেই। তাই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এই ধরনের প্রশ্নগুলি অবশ্যই জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। এবার এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ হাতের সাহায্যে বস্তু তোলার সময় কোন শ্রেণীর লিভার কাজ করে?
উত্তরঃ হাতের সাহায্যে বস্তু তোলার সময় তৃতীয় শ্রেণীর লিভার কাজ করে।

২) প্রশ্নঃ বাতাসের গতিবেগ নির্ণয় করার যন্ত্রকে কি বলা হয়?
উত্তরঃ বাতাসের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রের নাম অ্যানিমোমিটার।

৩) প্রশ্নঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ ২০১৯ সালে প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন।

৪) প্রশ্নঃ জানেন লখনৌও চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৯১৬ সালে লখনৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

৫) প্রশ্নঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড পুনঃনির্মিত হয় কোন গভর্নর জেনারেলের সময়ে?
উত্তরঃ লর্ড ডালহৌসির সময়ে গ্রান্ড ট্রাঙ্ক রোড পুনঃনির্মাণ করা হয়েছিল।

৬) প্রশ্নঃ জানেন কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদন্ড বলা হয়?
উত্তরঃ পেট্রো-রসায়ন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদন্ড বলা হয়।

৭) প্রশ্নঃ পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়?
উত্তরঃ তাপের সুপরিবাহী হওয়ায় পারদকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তরঃ কলকাতা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা।

৯) প্রশ্নঃ জানেন ৪০০ বছর আগে কে প্রথম বাংলায় ‘দুর্গাপূজা’ চালু করেছিলেন?
উত্তরঃ কথিত আছে, ১৫৮২ সালে বাংলায় প্রথম দুর্গাপূজা করেন বর্তমানে বাংলাদেশের রাজশাহী জেলার তাহেরপুরের জমিদার কংস নারায়ন (Kansa Narayan)।

Image

১০) প্রশ্নঃ দেশের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি এবং কোথায় অবস্থিত?
উত্তরঃ কেইবুল লামজাও জাতীয় উদ্যান হল ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার একটি জাতীয় উদ্যান। এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান।