GK প্রশ্ন : কে ১০ কেজি লোহা তুলতে পারে, কিন্তু ১ কেজি তুলো তুলতে পারে না?

১ কেজি তুলো তুলতে পারেনা কিন্তু দশ কেজি লোহা তুলতে পারে, কে সেটা?

General Knowledge Quiz : ইন্টারভিউ এর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে প্রস্তুতি নিতে হয়। কারণ যারা ইন্টারভিউ নেন তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন, যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে আপনিও যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে সহজে উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে ইন্টারভিউতে করা তেমনই কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

১) প্রশ্নঃ সারা পৃথিবী ঘুরলেও কে পৃথিবীতে পা রাখে না?
উত্তরঃ আসলে চাঁদ পৃথিবী চারিপাশে ঘুরলেও পৃথিবীতে পা রাখেনা।

২) প্রশ্নঃ সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ কোনটি?
উত্তরঃ শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলেও সবচেয়ে হালকা গ্রহ।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কয়টি জেলা বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করেছে?
উত্তরঃ ১০ টি জেলা। মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের এই ১০টি জেলা বাংলাদেশকে স্পর্শ করে আছে।।

৪) প্রশ্নঃ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম কী ছিল?
উত্তরঃ গদাধর।

৫) প্রশ্নঃ ভারতের রাষ্ট্রীয় প্রতীক অশোক স্তম্ভে (Ashoka Pillar) মোট কয়টি সিংহ রয়েছে?
উত্তরঃ ভারতের রাষ্ট্রীয় প্রতীক অশোক স্তম্ভে মোট চারটি সিংহ নিয়ে গঠিত। চারটি সিংহের মধ্যে, মাত্র তিনটি সিংহ দৃশ্যমান, চতুর্থটি পিছনে থাকায় দৃষ্টিগোচর হয় না।

৬) প্রশ্নঃ এমন কোন জিনিস যা খাওয়ার জন্য কেনা হয়, কিন্তু খাওয়া যায় না?
উত্তরঃ প্লেট বা গ্লাস, খাওয়ার জন্য কেনেন কিন্তু কখনোই তা খাওয়া হয় না।

৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজ প্রাসাদ কোনটি জানেন?
উত্তরঃ মুর্শিদাবাদের লালগোলায় অবস্থিত হাজারদুয়ারি।

৮) প্রশ্নঃ ২০১১ জনগণনা অনুযায়ী, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যা যুক্ত জেলা কোনটি?
উত্তরঃ দক্ষিণ দিনাজপুর।

৯) প্রশ্নঃ এমন কোন দুটি অক্ষরের মধ্যে হাজারের বেশি শব্দ থাকতে পারে?
উত্তরঃ আসলে ‘বই’ হল সেই দুটি অক্ষরের জিনিস যার মধ্যে হাজারেরও বেশি শব্দ থাকে।

Image

১০) প্রশ্নঃ কে ১০ কেজি লোহা তুলতে পারে, কিন্তু ১ কেজি তুলো তুলতে পারে না?
উত্তরঃ আসলে, চুম্বক লোহাকে আকর্ষণ করে কিন্তু তুলোকে আকর্ষণ করে না।