GK : পশ্চিমবঙ্গের কোন দুটি নদী মিলিত হলেও তাদের জল একসাথে মেশে না?

দুটি নদী একসাথে মিলিত হলেও তাদের জল মিশে যায় না, পশ্চিমবঙ্গে এমনটা কোথায় দেখা যায়?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা বলার আর অপেক্ষা রাখে না। এর মাধ্যমে আপনি আপনার নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতে পারবেন। এমনকি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও এগুলি খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ফলের রাজা আম হলে ফলে রানী কাকে বলা হয় জানেন?
উত্তরঃ ফলের রানী হল লিচু।

২) প্রশ্নঃ ইন্ডিয়া গেট ভারতের কোথায় অবস্থিত?
উত্তরঃ ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত।

৩) প্রশ্নঃ ভারতের কোন শহরকে মিছিল নগরী নামে ডাকা হয়?
উত্তরঃ কলকাতা শহরকে মিছিল নগরী নামেও ডাকা হয়।

৪) প্রশ্নঃ কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেশদাতা চাণক্য যুক্ত ছিলেন?
উত্তরঃ তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন চাণক্য।

৫) প্রশ্নঃ সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন দেশের অন্তর্গত?
উত্তরঃ বর্তমানে পাকিস্তানের অন্তর্গত মহেঞ্জোদারো।

Image

৬) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন।

৭) প্রশ্নঃ সারা ভারতের মধ্যে শুধুমাত্র কোথায় ট্রাম গাড়ি চলে?
উত্তরঃ পশ্চিমবঙ্গের কলকাতায় শহরে, একমাত্র ট্রাম গাড়ি দেখা যায়।

৮) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দয়ালু জীব কোনটি?
উত্তরঃ হাতি হলো সবচেয়ে দয়ালু জীব।

৯) প্রশ্নঃ কোন ওষুধকে প্রেমের ওষুধ বা লাভ ড্রাগ বলা হয়?
উত্তরঃ MDMA (3,4-Methylenedioxymethamphetamine)।

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন দুটি নদী মিলিত হলেও তাদের জল একসাথে মেশে না?
উত্তরঃ ভাগীরথী ও জলঙ্গী নদী মায়াপুরের কাছে মিলিত হলেও তাদের জল একসাথে মিশে যায় না।