GK প্রশ্ন : কোন গাছ মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে?

মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে কোন গাছ?

General Knowledge Quiz : গাছই অক্সিজেন দিয়ে গোটা প্রাণী জগৎকে বাঁচিয়ে রেখেছে। এই পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যেগুলো স্পর্শ করলেই মৃত্যু পর্যন্ত হতে পারে। এরই মধ্যে একটি গাছ রয়েছে যে মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে, জানেন গাছটির নাম কী? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন প্রাণীরা সবচাইতে বেশিদিন বাঁচে?
উত্তরঃ কচ্ছপ সবচাইতে দীর্ঘজীবী প্রাণী, যাদের গড় আয়ু ২০০ বছর।

Image

২) প্রশ্নঃ পাগলা কুকুর কোন রঙ দেখলে রেগে যায়?
উত্তরঃ কালো রঙ দেখলে পাগলা কুকুর রেগে যায়।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের জনঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তরঃ ম্যাকাও। দেশটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ২১,০৫৫ জন।

৪) প্রশ্নঃ কোন দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি?
উত্তরঃ রাশিয়া দেশের নারী সংখ্যা বেশি।

৫) প্রশ্নঃ কোন কোম্পানি ভারতে প্রথম ইন্টারনেট নিয়ে এসেছিল?
উত্তরঃ বিএসএনএল ভারতের প্রথম ইন্টারনেট নিয়ে আসে।

) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় কারাগারের নাম কী?
উত্তরঃ তিহার জেল ভারতের সবচেয়ে বড় কারাগার।

Image

) প্রশ্নঃ ভারতের কোন শহরকে মদের রাজধানী বলা হয়?
উত্তরঃ নাসিককে মদের রাজধানী বলা হয়।

৮) প্রশ্নঃ দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন?
উত্তরঃ শাহজাহান দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন।

৯) প্রশ্নঃ চাঁদের মাটিতে প্রথম কোন খেলাটি হয়েছিল?
উত্তরঃ চাঁদের মাটিতে প্রথম গল্ফ খেলা হয়েছিল।

Image

১০) প্রশ্নঃ কোন গাছ মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে?
উত্তরঃ অস্ট্রেলিয়ার জঙ্গলের গিম্পি গিম্পি নামক একটি বিষাক্ত উদ্ভিদ রয়েছে, যার পাতা স্পর্শ করলেই প্রবল যন্ত্রণা হতে শুরু করে। এই যন্ত্রণা দুই বছর স্থায়ী হতে পারে। তাই অনেকেই এই যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে আত্মহত্যার পথ বেছে নেয়। এই উদ্ভিদকে সুইসাইড প্ল্যান্টও বলা হয়।