GK : জানেন ভারতের কোন রাজ্যে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে?

প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভারতের কোন রাজ্যে জানেন?

General Knowledge Quiz : যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জেনে রাখা উচিত। কারণ এসএসসি, ব্যাংকিং ও রেলওয়ের মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করা হয়। এছাড়া সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তোলে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন

১) প্রশ্নঃ এমন কোন প্রাণী যার হৃদপিণ্ড নেই?
উত্তরঃ জেলিফিশ এমন একটি প্রাণী, যার হৃদপিণ্ড নেই।

২) প্রশ্নঃ জানেন ভারতের বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি?
উত্তরঃ ভারতের বৃহত্তম রেলওয়ে জংশন হল মথুরা রেলওয়ে জংশন, যা উত্তর প্রদেশের মথুরা জেলায় নির্মিত।

৩) প্রশ্নঃ ভারতে মোবাইল ফোন কখন এসেছিল?
উত্তরঃ ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রথমবার মোবাইল কলের মাধ্যমে কথা বলেছিলেন।

৪) প্রশ্নঃ ১৯১৯ সালে গান্ধীজীর কোন ব্যাঙ্ক উদ্বোধন করেছিলেন?
উত্তরঃ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

৫) প্রশ্নঃ ভগবান বুদ্ধ কোন বংশের ছিলেন?
উত্তরঃ ভগবান বুদ্ধ শাক্য রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন।

৬) প্রশ্নঃ সবচেয়ে সুন্দর প্রজাতির ঘোড়া কোনটি জানেন?
উত্তরঃ ঘোড়ার সবচেয়ে সুন্দর প্রজাতি হলো আখাল টেকে (Akhal Teke), যা শুধুমাত্র তুর্কমেনিস্থানের মরুভূমিতে দেখতে পাওয়া যায়।

Image

৭) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ পান করলে নেশা হয়?
উত্তরঃ আসলে হাতির দুধে অ্যালকোহল থাকে যে কারণে নেশা হয়।

৮) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি পোস্টঅফিস রয়েছে কোন দেশে?
উত্তরঃ ভারত হলো সেই দেশ যেখানে বিশ্বের সর্বাধিক সংখ্যক পোস্টঅফিস রয়েছে।

৯) প্রশ্নঃ একটি বিমানের তেলের ট্যাঙ্ক কত লিটার?
উত্তরঃ আসলে বিমানটি কত বড় তার ওপর জ্বালানির ট্যাঙ্ক নির্ভর করে। সাধারণত, একটি বিমানে জ্বালানির ট্যাঙ্ক প্রায় ১.৫ লাখ লিটার।

Image

১০) প্রশ্নঃ জানেন ভারতের কোন রাজ্যে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে
উত্তরঃ হিমাচল প্রদেশ (Himachal Pradesh) ভারতের প্রথম রাজ্য যেখানে প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।