ইন্টারভিউ প্রশ্ন: ভারতের কোন রাজ্যে যেতে হলে আপনার পাসপোর্ট লাগবে?

পাসপোর্ট লাগে ভারতের কোন রাজ্যে যেতে হলে?

Interview Questions: কোনও নামি প্রতিষ্ঠানে বড় পদে চাকরি করা প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে। কিন্তু তার জন্য প্রয়োজন ভাল ভাবে চাকরির পরীক্ষায় উর্তীর্ণ হওয়া। এজন্য তাদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। পরীক্ষায় পাশ করার পর যখন ইন্টারভিউতে ডাকা হয়। এইসময় প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয় যার ফলে অনেকেই ঘাবড়ে যান। এবার এমন কিছু প্রশ্নের উত্তর-সহ একটি তালিকা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ ভারত চীন যুদ্ধ হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯৬২ সাল।

২) প্রশ্নঃ নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ ফুটবল।

৩) প্রশ্নঃ বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে (Surendranath Banerjee)।

৪) প্রশ্নঃ কোন শহরকে ভারতের প্রবেশদ্বার (Gateway of India) বলা হয়?
উত্তরঃ মুম্বাই।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদিত হয়?
উত্তরঃ অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)।

৬) প্রশ্নঃ কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়?
উত্তরঃ গণিত।

৭) প্রশ্নঃ হিমাচল প্রদেশের (Himachal Pradesh) দ্বিতীয় রাজধানী কোনটি?
উত্তরঃ ধর্মশালা।

৮) প্রশ্নঃ ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী?
উত্তরঃ ডলফিন (Dolphins)।

৯) প্রশ্নঃ মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি ছিল?
উত্তরঃ তামা।

১০) প্রশ্নঃ সার্ক (SAARC) কোন দেশ গুলির আঞ্চলিক সংগঠন?
উত্তরঃ দক্ষিণ এশিয়ার দেশ।

১১) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ বিশ্বভারতী (Visva Bharati)।

১২) প্রশ্নঃ ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ পদ কোনটি?
উত্তরঃ এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal)।

১৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে মোট কতগুলি মহকুমা আছে?
উত্তরঃ ১১৭টি।

১৪) প্রশ্নঃ রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer)। 

১৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে যেতে হলে আপনার পাসপোর্ট লাগবে?
উত্তরঃ নাগাল্যান্ড।