ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন জিনিস যা কাউকে দিলে তোমাকেই ধরে রাখতে হয়?

কী সেই জিনিস কাউকে দিলে তোমাকেই ধরে রাখতে হয়?

Interview Questions: চাকরির ইন্টারভিউয়ের প্রশ্নগুলি সর্বদাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ইন্টারভিউ চলাকালীন পাঠ্য বিষয়ের পাশাপাশি জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন করা হয়, যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে আপনিও একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সহজেই উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে, এবার তা উত্তরসহ দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি?
উত্তরঃ পরমবীর চক্র।

২) প্রশ্নঃ পোলিও (polio) কী বাহিত রোগ?
উত্তরঃ ভাইরাস।

৩) প্রশ্নঃ মনিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে রয়েছে?
উত্তরঃ হিমাচল প্রদেশ (Himachal Pradesh)।

৪) প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি?
উত্তরঃ লোথাল, গুজরাট।

৫) প্রশ্নঃ পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব কোথায় বসবাস করে?
উত্তরঃ জলমন্ডলে।

৬) প্রশ্নঃ ভারতের বিজ্ঞান নগরী (science city of India) বলা হয় কোন শহরকে?
উত্তরঃ ব্যাঙ্গালোর।

৭) প্রশ্নঃ গৌতম বুদ্ধ (Gautama Buddha) কোথায় সিদ্ধি লাভ করেছিলেন?
উত্তরঃ বুদ্ধগয়াতে।

৮) প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) একটি উষ্ণ স্রোতের নাম?
উত্তরঃ জাপান স্রোত।

৯) প্রশ্নঃ চর্যাপদের পুঁথি গুলো কে আবিষ্কার করেন?
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী (Haraprasad Shastri)।

১০) প্রশ্নঃ ডঃ আব্দুল কালাম (Dr. Abdul Kalam) কত সালে ভারতরত্ন পুরস্কার (Bharat Ratna) পেয়েছিলেন?
উত্তরঃ ১৯৯৭ সালে। 

১১) প্রশ্নঃ সৌরজগতের শীতলতম গ্রহ হিসেবে পরিচিত কোন গ্রহ?
উত্তরঃ নেপচুন (Neptune), গ্রহটির গড় তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস।

১২) প্রশ্নঃ ব্রিটিশ শাসনে বাংলা প্রথমবার ভাগ হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯০৫ সালে। 

১৩) প্রশ্নঃ কোন গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত?
উত্তরঃ নাইট্রোজেন (Nitrogen)।

১৪) প্রশ্নঃ রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের (Hemoglobin) কাজ কী?
উত্তরঃ অক্সিজেন পরিবহন করা।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস যা কাউকে দিলে তোমাকেই ধরে রাখতে হয়?
উত্তরঃ প্রতিশ্রুতি (Promise)।