GK কুইজ : ভারতের কোন নদীটি ‘যমরাজের বোন’ নামে পরিচিত?

‘যমরাজের বোন’ নামে পরিচিত ভারতের কোন নদীটি?

General Knowledge : যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল নলেজ এর পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জানা খুবই প্রয়োজন। কখনো কখনো ইন্টারভিউররা সিলেবাসের বাইরেও এমন কিছু প্রশ্ন করে বসেন, যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে এতে বিচলিত হওয়ার কিছু নেই একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই উত্তর দেওয়া যায়। দেখে নেওয়া যাক এমনই কয়েকটি প্রশ্নের উত্তর…

১) প্রশ্নঃ ভারতের প্রথম নদী উপত্যকা প্রকল্প কোনটি?
উত্তরঃ দামোদর উপত্যকা প্রকল্প।

২) প্রশ্নঃ ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল?
উত্তরঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।

৩) প্রশ্নঃ মোটর গাড়ি থেকে কি গ্যাস নির্গত হয়?
উত্তরঃ কার্বন মনোক্সাইড।

৪) প্রশ্নঃ কোন মহাপুরুষ সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।

৫) প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোন রাজ্যে প্রথম কারখানা খোলে?
উত্তরঃ গুজরাটের সুরাটে।

৬) প্রশ্নঃ আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৭৫ খ্রিস্টাব্দে।

৭) প্রশ্নঃ অশোক চক্রে মোট কতগুলি স্পোক রয়েছে?
উত্তরঃ ২৪টি।

৮) প্রশ্নঃ ভারতের কোন ব্যক্তির গাড়িতে নম্বর প্লেট থাকে না?
উত্তরঃ রাষ্ট্রপতি।

Image

৯) প্রশ্নঃ প্রথম কোন দেশে অ্যাম্বুলেন্স চালু হয়েছিল?
উত্তরঃ স্পেন দেশ (১৪৮৭ সাল)।

১০) প্রশ্নঃ কত সাল পর্যন্ত ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি ছিল না?
উত্তরঃ ১৯৬৮ সাল পর্যন্ত।

১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘ধানের ভাণ্ডার’ বলা হয়?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি কখনই ব্রিটিশদের অধীনে ছিল না?
উত্তরঃ গোয়া, তবে পর্তুগিজদের অধীনে ছিল।

১৩) প্রশ্নঃ কোকাকোলা কোন দেশের কোম্পানি?
উত্তরঃ আমেরিকা।

Image

১৪) প্রশ্নঃ কোন দেশে হাতি মেরে ফেললে মৃত্যুদণ্ড দেয়া হয়?
উত্তরঃ শ্রীলঙ্কা।

১৫) প্রশ্নঃ ভারতের কোন নদীটি ‘যমরাজের বোন’ নামে পরিচিত?
উত্তরঃ যমুনা নদী। ভাইফোঁটা দেওয়ার সময় বলা হয় ‘যমুনা দেয় যমকে ফোঁটা….’।