GK প্রশ্ন : মানুষের শরীরের কোন অঙ্গকে ‘রোগের আয়না’ বলা হয়?

‘রোগের আয়না’ বলা হয় মানব শরীরের কোন অঙ্গকে?

General Knowledge Quiz : মানুষের শরীরে যেকোন অঙ্গেই সংক্রমণ হতে পারে এবং তা থেকে রোগ নির্ণয় করা যায়। এছাড়াও মানব শরীরের একটি অঙ্গ রয়েছে যা দেখে খুব সহজেই রোগ নির্ণয় করা সম্ভব। যে কারণে তাকে রোগের আয়না বলা হয়। আপনি কি জানেন সেই অঙ্গ কোনটি? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এবার এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু করা হয়েছিল?
উত্তরঃ আসামে সর্বপ্রথম জিএসটি চালু হয়।

২) প্রশ্নঃ কোন রং দেখলে আমাদের চোখ সবথেকে বেশি শান্তি পায়?
উত্তরঃ সবুজ রং দেখলে আমাদের চোখ শান্তি পায়।

৩) প্রশ্নঃ ডাইনোসরের থেকেও কোন মাছের আকার বড় হয়?
উত্তরঃ নীল তিমির আকার ডাইনোসরের চেয়েও বড়।

৪) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবথেকে ছোট সংবিধান রয়েছে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

৫) প্রশ্নঃ আফ্রিকার গান্ধী কাকে বলা হয়?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলাকে আফ্রিকার গান্ধী বলা হয়।

৬) প্রশ্নঃ কোন ঋতুকে রংয়ের ঋতু বলা হয়?
উত্তরঃ বসন্ত ঋতুকে রঙের ঋতু বলা হয়।

৭) প্রশ্নঃ পাকিস্তানের জাতীয় সবজি নাম কী?
উত্তরঃ পাকিস্তানের জাতীয় সবজি হলো ঢেড়শ।

৮) প্রশ্নঃ কোন প্রাণীর চোখ জীবনে দুবার গজায়?
উত্তরঃ শামুকের চোখ দু’বার গজায়।

৯) প্রশ্নঃ মানুষ ছাড়াও আর কোন প্রাণী আয়নাতে নিজেকে চিনতে পারে?
উত্তরঃ শিম্পাঞ্জি নিজেকে আয়নাতে চিনতে পারে।

Image

১০) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অঙ্গকে ‘রোগের আয়না’ বলা হয়?
উত্তরঃ জিভকে মানব শরীরের ‘রোগের আয়না’ বলা হয়। আপনি যখন চিকিৎসকের কাছে কোন রোগের জন্য যান তখনই সেই চিকিৎসক প্রথমে আপনাকে জিভ দেখাতে বলে। আসলে, জিভের রঙ বা অন্যান্য লক্ষণগুলি দেখে রোগ নির্ণয় করা যায়।