GK প্রশ্ন : একটা সাপের কামড়ে কি অন্য সাপের মৃত্যু হতে পারে?

একটা সাপকে অন্য সাপে কামড়ালে তার মৃত্যু কি হবে?

General Knowledge Quiz : বিশ্বের সবচেয়ে হিংস্র প্রাণীদের মধ্যে সাপ একটি, যাদের কামড়ে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ মারা যায়। কিন্তু কখনো ভেবেছেন কি একটি সাপ আরেকটি সাপকে কামড়ালে মৃত্যু হতে পারে কি? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা হয়তো খুব কম মানুষই জানেন। এবার এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন প্রাণী শরীরের হাড় সবচেয়ে বেশি মজবুত?
উত্তরঃ বাঘের।

২) প্রশ্নঃ ভারতের কোন সিনেমা প্রথম চীন দেশে মুক্তি পেয়েছিল?
উত্তরঃ আমির খান অভিনীত লাগান সিনেমাটি।

Image

৩) প্রশ্নঃ ইংরেজির কোন অক্ষরটা সবথেকে বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ E অক্ষর।

৪) প্রশ্নঃ প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ কে করান?
উত্তরঃ দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবথেকে বেশি খেজুরের চাষ হয়?
উত্তরঃ সৌদি আরবে।

৬) প্রশ্নঃ আইনস্টাইনের বাড়িতে রবীন্দ্রনাথ কত সালে গিয়েছিলেন?
উত্তরঃ ১৯৩০ সালে।

৭) প্রশ্নঃ পৃথিবীতে কোন ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলেন?
উত্তরঃ চিনা ভাষা ম্যান্ডারিন।

৮) প্রশ্নঃ কোন প্রাণীর সদ্যজাত ওজন সবচেয়ে বেশি হয়?
উত্তরঃ নীল তিমির ওজন সবচেয়ে বেশি হয়।

৯) প্রশ্নঃ পক্ষীরাজ ঘোড়া কোন দেশে জাতীয় পশু?
উত্তরঃ স্কটল্যান্ডের জাতীয় পশু পক্ষীরাজ।

১০) প্রশ্নঃ একটা সাপের কামড়ে কি অন্য সাপের মৃত্যু হতে পারে?
উত্তরঃ সঠিক উত্তর না। কারণ সাপের শরীরের মধ্যেই রয়েছে অ্যান্টিভেনাম, যা বিষের মধ্যেই পাওয়া যায়। কিন্তু পৃথিবীতে এমন কিছু সাপ আছে যাদের বিষ এতটাই বিষাক্ত হয় যে তাদের বিশেষ যে কোন প্রাণীর মৃত্যু হতে পারে।