ইন্টারভিউ: যুবতী মেয়েদের শরীরের কোন অঙ্গটা সবসময় গরম থাকে?

মেয়েদের শরীরের কোন অঙ্গটা সবসময় গরম থাকে জানলে অবাক হবেন

Interview Questions: লিখিত পরীক্ষায় সফল হওয়া প্রার্থীরাই কেবল ইন্টারভিউ এর জন্য সুযোগ পান। এটি তাদের জন্য একটি বড় চ্যানেল এবং এখানে এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যা শুনে অনেকেই হচকিয়ে ওঠেন। তবে ঠান্ডা মাথায় একটু ভাবলেই উত্তর সহজেই বেরিয়ে আসবে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ বলুনতো স্নানের পরেও আমাদের কোন অঙ্গটি ভিজে যায় না?
উত্তরঃ নিজের ছায়া।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে?
উত্তরঃ গুজরাট।

৩) প্রশ্নঃ গঙ্গা নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ?
উত্তরঃ অলকানন্দা ও ভাগীরথী নদী দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে।

৪) প্রশ্নঃ ভারতীয় জনতা পার্টির (BJP) সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নয়া দিল্লি।

৫) প্রশ্নঃ ছেলেরা তার বোনের দেখতে পায় কিন্তু মায়ের দেখতে পায় না, সেটা কি?
উত্তরঃ বোনের বিয়ে।

৬) প্রশ্নঃ ভারতের প্রথম কোন ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।

৭) প্রশ্নঃ মহাকুম্ভ মেলা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১২ বছর।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম কি?
উত্তরঃ খো খো খেলা।

৯) প্রশ্নঃ বায়ুমন্ডলের উপর উপস্থিত ওজোন স্তর কোন রশ্মির প্রভাব থেকে আমাদের রক্ষা করে?
উত্তরঃ অতিবেগুনি রশ্মি (UV Rays)

১০) প্রশ্নঃ ‘P_ORN’ শূন্যস্থান পূরণ কর? এটি হবে একটি খাবারের নাম!
উত্তরঃ পপকর্ন (Popcorn)।

১১) প্রশ্নঃ বিশ্বে ফল ও সবজি উৎপাদনে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ দ্বিতীয় স্থান।

১২) প্রশ্নঃ গুগল লঞ্চ হওয়ার কত বছর আগে ইন্টারনেট শুরু হয়েছিল?
উত্তরঃ প্রায় ৩০ বছর।

১৩) প্রশ্নঃ জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ Whatsapp কবে পথ চলা শুরু করে?
উত্তরঃ ২০১০ সালে।

১৪) প্রশ্নঃ ভারতে সর্বাধিক চা চাষ কোথায় হয়?
উত্তরঃ দার্জিলিং।

১৫) প্রশ্নঃ যুবতী মেয়েদের শরীরের কোন অঙ্গটা সবসময় গরম থাকে?
উত্তরঃ আসলে মানুষের শরীরের যে অঙ্গে সবচেয়ে বেশি রক্ত চলাচল করে সেখানটা বেশি গরম থাকে। (নারী-পুরুষ নির্বিশেষে একই ধরনের ক্রিয়া-কলাপ ঘটে শরীরে। বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়)।